দিল্লি, ২৯ অগাস্ট: কখনও আকাশ পথে আবার কখনও জলে। ইউক্রেনের (Ukraine) উপর রাশিয়ার (Russia) হামলা অব্যাহত। এবার ইউক্রেনের (Russia-Ukraine War) একটি জনবসতিপূর্ণ বাড়িতে হামলা চালাল রাশিয়া। ইউক্রেনের রাজধানী কিভের ওই বাড়িতে হামলা চালিয়ে পরপর ২২ জনকে হত্যা করল পুতিন বাহিনী। মানুষ ভর্তি ওই বাড়িতে হামলা চালিয়ে যে ২২ জনকে হত্যা করা হয়েছে, তাদের মধ্যে ৪ শিশু রয়েছে। এমনই জানান ইউক্রেনের প্রধানমন্ত্রী ভলোদিমির জেলেনস্কি (Volodymyr Zelenskyy)।
ইউক্রেনের প্রধানমন্ত্রী নিজের এক্স হ্যান্ডেলে রাশিয়ার হামলার কথা প্রকাশ করেন। আর সেখানেই তিনি জানান, কিভের একটি বহুতলে আঘাত করা হয়েছে। রাশিয়ার ব্যারেজ মিসাইল এসে পড়েছে কিভের ওই বহুতলে। তার জেরেই পরপর ২২ জনের মৃত্যু হয়েছে বলে জানান ইউক্রেনের প্রধানমন্ত্রী।
জেলেনস্কি আরও জানান, নিহত ২২ জনের মধ্যে যে বাচ্চাটি সবচেয়ে ছোট, তার বয়স এখনও ৩ বছরও হয়নি। সেই সঙ্গে ৫৩ জন আহত।
দেখুন রাশিয়ার হামলার পর কী লিখলেন ভলোদিমির জেলেনস্কি...
There was a report from Ukraine’s Minister of Internal Affairs Ihor Klymenko. At the site of the Russian strike on a residential building in Kyiv’s Darnytskyi district, rescue operations have been completed, and work continues to clear the destroyed structures. At this moment, it… pic.twitter.com/5d7lNMsUMB
— Volodymyr Zelenskyy / Володимир Зеленський (@ZelenskyyUa) August 29, 2025
রাশিয়ার ব্যারেজ মিসাইল যখন কিভের ওই বহুতলে আছড়ে পড়ে, সেই সময় সেখান থেকে ৮ জন নিখোঁজ হয়ে যান। নিখোঁজ ৮ জন কোথায় গেলেন, তার খোঁজ এখনও পর্যন্ত মেলেনি বলে জানা যাচ্ছে।
রাশিয়া যেভাবে ইউক্রেনে হামলা চালাচ্ছে, তা এবার বন্ধ হওয়া উচিত। রাশিয়ার এই আক্রমণে ইউক্রেনের নীরিহ মানুষজনের মৃত্যু হচ্ছে। এই যুদ্ধ এবার বন্ধ হওয়া উচিত বলে নিজের এক্স হ্যান্ডেলে ফের মন্তব্য করেন ভলোদিমির জেলেনস্কি।
এসবের পাশাপাশি ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, কূটনৈতিক আলোচনা, দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে যখন সমস্যার সমাধান করা যায়, সেই সময় রাশিয়া ব্যালিস্টিক মিসাইল বেছে নিতে শুরু করেছে। উত্তর কোরিয়ার মত একনায়কতন্ত্র চালাচ্ছে। তাই গোটা পৃথিবীর উচিত, এ বিষয়ে হস্তক্ষেপ করা। এমনও মন্তব্য করতে শোনা যায় জেলনস্কিকে।