Ukraine War: যুদ্ধবিরতি (Ukraine Ceasefire) নিয়ে আজ, শনিবার আলাস্কায় মহাবৈঠক হল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদমির পুতিনের (Vladimir Putin) মধ্যে। ইউক্রেনে যুদ্ধ থামানো নিয়ে ট্রাম্প-পুতিনের মধ্যে দীর্ঘ ৩ ঘণ্টার বৈঠক হল। ট্রাম্পের সঙ্গে পুতিনের বৈঠক চলছে, তখন রাশিয়া (Russia) একবারে সর্বশক্তি উজাড় করে ঝাঁপিয়ে পড়ল ইউক্রেনের (Ukraine) দিকে। আলাস্কায় দুই সুপার পাওয়ায় দেশের দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে বৈঠক চলাকালীন রাশিয়া থেকে ৮৫টি ড্রোন, দুটি ব্য়ালিস্টিক মিসাইল সহ অন্তত ১৫টি মিসাইল আছড়ে পড়ল ইউক্রেনের বুকে।
রাশিয়ার কুরস্ক, ওরিওল, মিলেরোভো, প্রিমোর্স্কো-আখটারস্ক, শাতালোভো এবং ক্রিমিয়ার হভারদিয়স্কের বিভিন্ন স্থানে থেকে ড্রোন ও ক্ষেপণাস্ত্রগুলি লঞ্চ করা হয়।
রাশিয়ার ৮৫টি-র মধ্যে ৬১টি ড্রোন প্রতিহত করলেও বড় ক্ষতি বাঁচাতে পারল না ইউক্রেন
রাশিয়ার প্রধান লক্ষ্যবিন্দু ছিলো ইউক্রেনের সামিরি, দোনেটস্ক, চেরনিহিভ এবং ডনিপ্রোপেত্রোভস্কের ফ্রন্টলাইন এলাকা। তাদের বিমান প্রতিরক্ষা ইউনিট ৮৫টি ড্রোনের মধ্যে ৬১টি সাফল্যের সঙ্গে ধ্বংস করতে সক্ষম হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন।
দেখুন খবরটি
🚨🇷🇺🇺🇦 RUSSIA LAUNCHES 85 DRONES, MISSILE AT UKRAINE DURING TRUMP-PUTIN SUMMIT
As Trump and Putin met in Alaska, Russia reportedly launched 85 attack drones and a ballistic missile targeting Ukrainian territory overnight, Ukraine's Air Force reported Saturday.
Ukrainian air… https://t.co/zecarDZacc pic.twitter.com/mjnwGY8qkG
— Mario Nawfal (@MarioNawfal) August 16, 2025
কী কী ক্ষতি হল
এই হামলার ফলে ইউক্রেনের ৩ জনের মৃত্যু হয়েছে। সামির শহরের বিদ্যুতিক গ্রিড ও আবাসিক বাড়িগুলি গুরুত্বপূর্ণ পরিকাঠামোতে উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। ইউক্রেনীয় বাহিনী গত ২৪ ঘণ্টায় রাশিয়ান সেনাদের সঙ্গে ১৩৯টি সংঘর্ষ হয়েছে।