রাশিয়া ইউক্রেন যুদ্ধে এবার কূটনৈতিক পথেও হামলা জারি রাশিয়ার। বিদেশমন্ত্রকের পক্ষ থেকে এবার নিষিদ্ধ করা হল ৫৪ ব্রিটিশ নাগরিককে। যার মধ্যে রয়েছেন সাংবাদিক থেকে রাজনীতিবিদ। ইউক্রেনের কার্যকলাপকে সমর্থন করার জেরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাশিয়ার বিদেশমন্ত্রকের তরফে।
নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে বিবিসি, দ্যা গার্ডিয়ান, ডেইলি টেলিগ্রাফের মতন পত্রিকা। রাজনীতিবিদদের মধ্যে রয়েছেন কালচারাল সেক্রেটারি লুসি ফ্রাজের, মিনিস্টার অফ স্টেট ফর ডিফেন্স অ্যানাবেল গোল্ডি, ইন্টারন্যাশন্যাল ক্রিমিনাল কোর্টের চিফ প্রসিকিউটর করিম কান।
আর্ন্তজাতিক ক্রিমিনাল আদালতের তরফে করিম খান রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লদামির পুতিনের গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন। লুসি ফ্রেজার আর্ন্তজাতিক ক্রীড়া থেকে রাশিয়াকে বিচ্যুত করার কাজ করছিলেন।
আনাবেল গোল্ডিকে নিষিদ্ধ করা হয়েছে ইউক্রেনে ইউরেনিয়াম শেল সহ বিভিন্ন অস্ত্র পাঠানোর কারণে।
রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ এখনও চলছে সমান তালে। দুপক্ষের তরফে ওখনও যুদ্দ বিরতির বিষয়ে কোন সিদ্ধান্তে আসা যায়নি। দুপক্ষই অনড় থাকার কারণে এখনও জারি রয়েছে এই ভয়ঙ্কর ধ্বংসলীলা।তবে এর পাশাপাশিই একে ওপরের ওপর নিষেধাজ্ঞা জারির মাধ্যমে অর্থনৈতিকভাবে পঙ্গু করার কাজ জারি রেখেছে দুপক্ষই।
#Russian Foreign Ministry announced that it has banned 54 British nationals, including journalists and politicians, from entering the country due to their alleged involvement in 'propaganda support of the activities of the (Ukrainian) Zelenskyy regime' and of being 'Russophobic'. pic.twitter.com/dCR4WNQr1t
— IANS (@ians_india) August 19, 2023