
দিল্লি, ২৩ জুন: ফের ইরানে (Iran) বড়সড় হামলা চালাল ইজরায়েল। ইরানের ফোরডো পরমাণু কেন্দ্রে হামলা শুরু করেছে ইজরায়েল। সূত্রের তরফে এমন খবর প্রকাশ্যে আসতে শুরু করেছে। গত এক ঘণ্টা আগে ইরানের ফোরডো (Iran's Fordow Nuclear Site) পরমাণু কেন্দ্রে হামলা চালায় ইজরায়েল (Israel)। যার জেরে কমপক্ষে ৪০০ জনের মৃত্যুর খবর মিলছে। প্রসঙ্গত এর আগে ইরানের পরমাণু কেন্দ্রে হামলা চালায় আমেরিকা। ইরানের ৩টি পরমাণু কেন্দ্রে আমেরিকার তরফে হামলা চালানো হয়। যার মধ্যে ছিল ফোরডো-ও। মার্কিন হামলার পর এবং সেই একই পরমাণু কেন্দ্রে ফের বোমা ফেলল ইজরায়েল (Israel)। ফলে এর প্রভাব কতটা সুদূর প্রসারী হবে, তা নিয়ে জল্পনা সুরু হয়েছে।
অন্য়দিকে তিনি বলেন, ইউরেনিয়াম সঞ্চয় থেকে তাঁদের কেউ থামাতে পারবে না। শুধু তাই নয়, তাঁরা কী করবেন আর কী করবেন না, তা বলার অধিকার কারও নেই বলেও মন্তব্য করেন ইরানের মন্ত্রী।
ইরানের পরমাণু কেন্দ্রে হামলা ইজরায়েলের...
Iran Under Fire: Shocking US-Israel Strike Hits Fordow!
Just hours ago, Israel hammered Iran's Fordow nuclear site, hot on the heels of US bunker-buster bombs rocking the region. Over 400 dead, Iran vows revenge, threatening US bases and the Strait of Hormuz.
Is this the… pic.twitter.com/fJR7Q8Ooa5
— The Homeless Hacker (@DigitalVagrant) June 23, 2025
এসবের মাঝেই এবার ইরানের প্রধান ধর্মীয় গুরু আয়াতোল্লা আলি খোমেইনি গোপণ বাঙ্কারে আশ্রয় নিয়েছেন বলে খবর। খোমেইনি যে গোপণ এবং নিরাপদ বাঙ্কারে আশ্রয় নিয়েছেন, সেখানে তাঁর কাছে কোনও বৈদ্যুতিন জিনিসপত্র নেই। মোবাইল বা ল্যাপটপ কোনও কিছুই খোমেইনির কাছে নেই নিরাপত্তার কথা ভেবে। তাঁকে যাতে কেউ ট্র্যাক করতে না পারে, তার জন্যই ওই পদক্ষেপ। পাশাপাশি খোমেইনিকে কোনও বার্তা দিতে হলে, হাতে লেখা মেসেজ অনুগতরা তাঁর কাছে পৌঁছে দিচ্ছেন বলে খবর।