
দিল্লি, ২৩ জুন: ইজরায়েলে (Israel) হামলা শুরু করল ইরান (Iran)। এবার দক্ষিণ ইজরায়েলে (South Israel) চলছে ইরানের হামলা। ব্যালিস্টিক মিসাইল (Missile) ব্যবহার করেই দক্ষিণ ইজরায়েলে হামলা শুরু করেছে তেহরান (Tehran)। ইজরায়েলের একটি গুরুত্বপূর্ণ ভবনে অর্থাৎ স্ট্র্যাটেজিক ইনফ্রাসট্রাকচার ফেসিলিটিতে আঘাত করা হয়েছে ইরানের তরফে। ফলে জোরদার তৎপরতা শুরু হয়েছে।
সোমবার সকাল পেরিয়ে বেলা গড়াতেই দক্ষিণ ইজরায়েল বাজতে শুরু করে সাইরেন। অর্থাৎ ইরানের হামলার আভাস আগে থেকেই পেয়ে যায় ইজরায়েল। ফলে সাইরেন বাজিয়ে মানুষকে সতর্ক করে বেঞ্জামিন নেতানিয়াহু সরকার। সেই সতর্কতা জারির পরপরই ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলা শুরু করে ইজরায়েলে। দক্ষিণ ইজরায়েলের মানুষরা বাড়িঘর, দোকানপাট ছেড়ে যাতে নিরাপদ আশ্রয়ের দিকে রওনা দেন, সে বিষয়ে বার বার সতর্কতা জারি করা হয় নেতানিয়াহু সরকারের তরফে।
দেখুন ইজরায়েলে হামলা চালাচ্ছে ইরান...
NEW
Israel Electric Corporation reports that an Iranian ballistic missile has hit a "strategic infrastructure facility" in southern Israel, causing power outages in surrounding villages
— Open Source Intel (@Osint613) June 23, 2025
জানা যাচ্ছে, একটানা ৩০ মিনিট ধরে ইজরায়েল আজ সাইরেন বাজায়। তবে কোনওভাবেই ইরানের হামলা রুখতে পারেনি তেল আভিভ।
দেখুন ১৫টি মিসাইল নিয়ে ভয়াবহভাবে হামলা শুরু করেছে ইরান...
Around 15 Iranian missiles were fired at northern and southern Israel in four waves, triggering nonstop sirens for 30 minutes. Four impacts were recorded.
No injuries reported. https://t.co/xXu2NMIizP pic.twitter.com/88weHLwXcD
— Open Source Intel (@Osint613) June 23, 2025