Iran Attacks Southern Israel (Photo Credit: X/Screengrab)

দিল্লি, ২৩ জুন: ইজরায়েলে (Israel) হামলা শুরু করল ইরান (Iran)। এবার দক্ষিণ ইজরায়েলে (South Israel) চলছে ইরানের হামলা। ব্যালিস্টিক মিসাইল (Missile) ব্যবহার করেই দক্ষিণ ইজরায়েলে হামলা শুরু করেছে তেহরান (Tehran)। ইজরায়েলের একটি গুরুত্বপূর্ণ ভবনে অর্থাৎ স্ট্র্যাটেজিক ইনফ্রাসট্রাকচার ফেসিলিটিতে আঘাত করা হয়েছে ইরানের তরফে। ফলে জোরদার তৎপরতা শুরু হয়েছে।

সোমবার সকাল পেরিয়ে বেলা গড়াতেই দক্ষিণ ইজরায়েল বাজতে শুরু করে সাইরেন। অর্থাৎ ইরানের হামলার আভাস আগে থেকেই পেয়ে যায় ইজরায়েল। ফলে সাইরেন বাজিয়ে মানুষকে সতর্ক করে বেঞ্জামিন নেতানিয়াহু সরকার। সেই সতর্কতা জারির পরপরই ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলা শুরু করে ইজরায়েলে। দক্ষিণ ইজরায়েলের মানুষরা বাড়িঘর, দোকানপাট ছেড়ে যাতে নিরাপদ আশ্রয়ের দিকে রওনা দেন, সে বিষয়ে বার বার সতর্কতা জারি করা হয় নেতানিয়াহু সরকারের তরফে।

আরও পড়ুন: Ayatollah Ali Khamenei: ইজরায়েলের হাতে খুনের ভয়ে গোপণ বাঙ্কারে আশ্রয় খোমেইনির, তেল আভিভ গুঁড়িয়ে দিল ইরানের ব্রডকাস্টিং অথরিটির অফিস, দেখুন ভয়াবহ ভাইরাল ভিডিয়ো

দেখুন ইজরায়েলে হামলা চালাচ্ছে ইরান...

 

জানা যাচ্ছে, একটানা ৩০ মিনিট ধরে ইজরায়েল আজ সাইরেন বাজায়। তবে কোনওভাবেই ইরানের হামলা রুখতে পারেনি তেল আভিভ।

দেখুন ১৫টি মিসাইল নিয়ে ভয়াবহভাবে হামলা শুরু করেছে ইরান...