France Airport (Photo Credit: Wikipedia)

ফ্রান্সের বিমানবন্দরগুলিতে হুমকির জেরে চাঞ্চল্য ছড়িয়েছে। হুমকি ইমেল আসতেই ফ্রান্সের পরপর ৬টি বিমানবন্দর খালি করে দেওয়া হয়। এএফপির খবরে মিলছে এমন তথ্য। হুমকি ইমেল আসতেই সঙ্গে সঙ্গে খালি করে দেওয়া হয় উত্তর ফ্রান্সের লিল বিমানবন্দর। লিলের পাশাপাশি তৈলুজ, নিস, লায়ন বিমানবন্দরও ফাঁকা করে দেওয়া হয়েছে বলে খবর।

গত ১৩ অক্টোবর ফ্রান্সে প্রকাশ্যে এক শিক্ষককে খুন করা হয়। ছুরি দিয়ে কুপিয়ে খুন করা হয় ওই শিক্ষককে। যে ঘটনার পর, তা 'ইসলামিক জঙ্গিরা' করেছে বলে জানানো হয় সরকারের তরফে। ১৩ অক্টোবরের ওই ঘটনার পর থেকেই ফ্রান্সে জারি করা হয় উচ্চ পর্যায়ের সতর্কতা।

সোমবার ফ্রান্সের একটি স্কুল খালি করে দেওয়া হয়। স্কুলে বোমা রয়েছে, এমন খবর ছড়াতেই ফাঁকা করা হয় শিক্ষা প্রতিষ্ঠানটিকে। ফ্রান্সের ওই স্কুলে বোমাতঙ্কের পর সঙ্গে সঙ্গে সেখান থেকে শিক্ষক, পড়ুয়া-সহ সমস্ত কর্মীদের সরানো হয়।