দাউ দাউ করে জ্বলতে শুরু করল লাহোর বিমানবন্দর। আগুন এবং কালো ধোঁয়ায় ঢেকে যায় লাহোর বিমানবন্দরের লাউন্জ। যার জেরে বিমানবন্দরে থাকা যাত্রীরা আতঙ্কে চিৎকার, চেঁচামেচি শুরু করে দেন। রিপোর্টে প্রকাশ, লাহোর বিমানবন্দরের যে অভিবাসন কার্যালয় রয়েছে, সেখান থেক হঠাৎ করে কালো ধোঁয়া বের হতে শুরু করে। ফলে যাত্রীরা আতঙ্কে এদিক থেকে ওদিকে ছুটে যেতে শুরু করেন। তড়িঘড়ি শুরু হয় উদ্ধার কাজ। বিমানবন্দরের অভিবাসন কেন্দ্র থেকে যাতে যাত্রীদের অক্ষত অবস্থায় সরানো যায়, কর্তৃপক্ষের তরফে প্রাণপনে সেই চেষ্টা চালানো হয়। কী কারণে অভিবাসন কেন্দ্র থেকে ধোঁয়া বের হতে শুরু করে লাহোর বিমানবন্দের, সে বিষয়ে এখনও কিছু স্পষ্ট জানা যায়নি।
তবে শট সার্কিট থেকে আগুন লেগে যায় বলে প্রাথমিকভাবে বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে মনে করা হচ্ছে বলে খবর।
দেখুন ভিডিয়ো...
Fire Erupts at Lahore Airport -damaged the immigration system, leading to flight disruptions.
Preliminary investigation suggests a short circuit as the cause of the #fire. #LahoreAirportFire #Breaking pic.twitter.com/VopDpdh9uu
— News Update (@ChaudharyParvez) May 9, 2024
তবে দুর্ঘটনার জেরে বহু আন্তর্জাতিক বিমান ছাড়তে দেরি করে। আগুন, ধোঁয়ার জেরে যে আন্তর্জাতিক বিমানগুলি লাহোর বিমানবন্দর থেকে ছাড়তে দেরি করে, তার মধ্যে হজ যাত্রীদের উড়ানও ছিল বলে জানা যায়।