Shrimp, Representational Image (Photo Credit: Pixabay)

Radioactive Shrimp: তেজস্ক্রিয় চিংড়ি? যাকে বলে একেবারে রেডিওঅ্যাকটিভ শ্রিম্প (Radioactive Shrimp) । আর এই তেজস্ক্রিয় চিংড়ি খেলেই হতে পারে করুন পরিণতি। ফলে এই ধরনের চিংড়ি থেকে দূরে থাকুন। আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের ( FDA ) তরফে এমনই সতর্কতা জারি করা হয়েছে।

ওয়ালমার্টে (Walmart) বিক্রি হচ্ছে এই চিংড়ি। যা থেকে শরীরে বিষক্রিয়া ছড়াচ্ছে। তাই এই চিংড়ি না খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের তরফে। প্রসঙ্গত আমেরিকার ১৩টি প্রদেশের ওয়ালমার্ট স্টোরে এই চিংড়ি বিক্রি করা হচ্ছে। যা থেকে পুরোপুরি দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে মার্কিন সরকারের তরফে।

রিপোর্টে প্রকাশ, যে চিংড়িগুলি খেতে নিষেধ করা হয়েছে, তাতে মেশানো রয়েছে সেজ়িয়াম ১৩৭। যা থেকে মানব শরীরে বিষক্রিয়া অবসম্ভাবী। জানা যাচ্ছে, যে কোনও ধরনের পরমাণু অস্ত্র তৈরিতে এই সেজ়িয়াম ১৩৭ ব্যবহার করা হয়। তাই কোনওভাবে ওই রেডিয়োঅ্যাকটিভ চিংড়ি খাওয়া যাবে না বলে জারি করা হয়েছে সতর্কতা।

এসবের পাশাপাশি বিভিন্ন ধরনের মেডিকেল ডিভাইস, গজ তৈরি করতেও এই সেজ়িয়াম ব্যবহার করা হয়। সেই সেজ়িয়াম যদি মানব শরীরে প্রবেশ করে, তাহলে যে বিষক্রিয়া হবে, তা থেকে ক্যানসার হতে পারে বলেও জারি করা হয়েছে চরম সতর্কতা।

দেখুন কোন ধরনের সতর্কতা জারি করা হয়েছে...

সামান্য পরিমাণেও যদি সেজ়িয়াম মানব শরীরে প্রবেশ করে, তা থেকে বিষক্রিয়া অবসম্ভাবী। সেই কারণেই ওয়ালমার্টে বিক্রি হওয়া নির্দিষ্ট মানের চিংড়ির ক্ষেত্রে কড়া সতর্কতা জারি করা হয়েছে ট্রাম্প প্রশাসনের তরফে।