কাতারের এমির সেখ নাওয়াফ আল আহমেদ আল জাবের আল শাবার মৃত্যুতে শোকপ্রকাশ করল ভারত সরকার। ১৬ ডিসেম্বর প্রয়াত হন কাতারের এমির। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। বিদেশমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে যে এমিরের মৃত্যুতে ১৭ ডিসেম্বর দেশে শোকপালন করা হবে।পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের হরদীপ সিং পুরী ১৭ ডিসেম্বর শ্রদ্ধা জানাতে কুয়েত যাবেন।
তিনি প্রধানমন্ত্রী এবং দেশের প্রেসিডেন্টের শোকবার্তার পত্র বর্তমান এমির শেইখ আল মেশাল আল আহমেদ আল জাবের আল শাবাহকে দেবেন।
কুয়েত ক্যাবিনেটের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে ক্রাউন প্রিন্স সেইখ মেশাল আল আহমেদ আল জাবের আল শাবাহর নাম।
বর্তমান এমির শেইখ নওয়াফ আল আহমেদ আল জাবের আল সাবারের মৃত্যুর পর স্থলভাষিক্ত হলেন তিনি।
পৃথিবীর বিভিন্ন দেশ থেকে শোকজ্ঞাপন করা হয়েছে কাতারের এমিরের মৃত্যুতে ।
The Government and people of India express their deepest condolences on the passing away of His Highness Sheikh Nawaf Al-Ahmad Al-Jaber Al-Sabah, the Amir of the State of Kuwait on 16 December 2023. The Government of India has declared State mourning across the country on 17… pic.twitter.com/qX06lJ8IxR
— ANI (@ANI) December 17, 2023