নয়াদিল্লিঃ মাঝ আকাশে উড়ছে বিমান(Flight)। আচমকা যাত্রী সিটের সামনের স্ক্রিনে(Screen) ভেসে উঠল প্রাপ্তবয়স্ক সিনেমা। নগ্নতা, যৌন দৃশ্য চোখের সামনে ভেসে উঠতে দেখে বাচ্চাদেরকে কীভাবে সরাবেন তা বুঝে উঠতে পারছিলেন না অনেকেই। সবমিলিয়ে এক অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয় বিমানে। ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার(Australia) সিডনি(Sydney) থেকে জাপানের(Japan) হানেদা যাওয়ার কোয়ান্তাস (Qantas) সংস্থার ফ্লাইট কিউএফ৫৯-এ। যান্ত্রিক ত্রুটির কারণে এই সিনেমা ভেসে ওঠে স্ক্রিনে এমনটাই বিমান সংস্থার দাবি। অনেক চেষ্টা করেও বন্ধ করা যায়নি সেই সিনেমা। প্রসঙ্গত, দূরপাল্লার ফ্লাইটে বিনোদনের ব্যবস্থা থাকে। সিটের সামনেই লাগানো থাকে স্ক্রিন। তাতে সিনেমা দেখানো হয়। বিমানে এই ধিরনের সিনেমার ক্ষেত্রে কোনও নগ্ন দৃশ্য থাকলে অনেকসময়ই তা কেটে দেওয়া হয়। তবে এক্ষেত্রে তা কাটা হয়নি। প্রযুক্তিগত ত্রুটির কারণেই এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। ওই বিমানের এক যাত্রী বলেন, "স্ক্রিনটা কাগজ দিয়ে ঢেকে রাখতে বাধ্য হয়েছিলাম। আমার পাশের এক যাত্রী তাঁর শিশুকে নিয়ে শৌচাগারে নিয়ে চলে যেতে বাধ্য হন। এই ধরনের অভিজ্ঞতা হবে কোনওদিন ভাবিনি।"
আচমকা স্ক্রিনে ভেসে উঠল নগ্ন ছবি, ক্ষমা চাইল বিমান সংস্থা
#NDTVWorld | Qantas Flight Plays Adult Film Due To Technical Error, Apologises Laterhttps://t.co/RKFtXbO2HM pic.twitter.com/Y8i2FvVUnZ
— NDTV (@ndtv) October 8, 2024