উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনকে রাশিয়ার তৈরি গাড়ি উপহার দিলেন প্রেসিডেন্ট পুতিন। গাড়ি উপহার দেওয়ার কথা স্বীকার করেছে রাশিয়া। যার জন্য রাশিয়াকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন রুলিং ওয়ার্কাস পার্টির সেক্রেটারি কিম ইয়ো জং ।
গত বছরের সেপ্টেমবরে পুতিন তাঁর অরাস সেনাট লিমুজিনটি দেখিয়েছিলেন কিম জং উনের রাশিয়া সফরের সময়। গাড়িটিতে বসার জন্য পুতিন অনুরোধও জানিয়েছিলেন কিম জং উনকে।
উত্তর কোরিয়াকে দেওয়া এই গাড়ি ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের নিয়ম ভঙ্গ করেছে বলে জানা যাচ্ছে। নিয়ম অনুযায়ী যে কোন ধরনের বিলাসবহুল জিনিস এবং গাড়ি পাঠানো নিষিদ্ধ করা হয়েছে।
রবিবার উত্তর কোরিয়ার তরফে প্রতিনিধি রাশিয়ার দিকে রওনা দিয়েছে দুদেশের মধ্যে সম্পর্ক মজবুত করতে বারবার কাছাকাছি আসছে দুটি দেশ। দুদেশের মধ্যে মৎস ব্যবসায় আলোচনা করতে উত্তর কোরিয়ার তরফে পাঠানো হয়েছে বিশেষ প্রতিনিধি দল। এছাড়া উত্তর কোরিয়ার ভাইস স্পোটর্স মন্ত্রীও রাশিয়ার দিকে রওনা দিয়েছেন দুই দেশের মধ্যে স্পোর্টস এক্সচেঞ্জ প্রোটোকল চুক্তি স্বাক্ষর করতে।
Putin gifts Russian-made car to North Korean leader Kim Jong Un: Report
Read @ANI Story | https://t.co/tPG5i2qjxU#VladimirPutin #Russia #NorthKorea #KimJongUn pic.twitter.com/ShLvXbZXwS
— ANI Digital (@ani_digital) February 20, 2024