File Photo. Credit: Reuters

প্যারিস, ২৭ জানুয়ারি: ভারতের প্রজাতন্ত্র দিবসের মূল সরকারী অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে ভারতে এসেছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ (Emmanuel Macron)। প্রেসিডেন্ট যখন ভারতে, তখন ম্যাক্রোঁর দেশ ক্ষোভের আগুনে জ্বলছে। ফ্রান্স সরকারের নয়া অভিবাসন নীতি, নাগকরিকত্ব আইনের প্রতিবাদে ফ্রান্সের ব্রিটনিতে বড় বিক্ষোভ আন্দোলনে আগুন জ্বলল। ব্রিটনিতে ক্ষোভের আগুনে জ্বলল বাড়ি, গাড়ি। ম্যাক্রোঁ প্রশাসনের অভিবাসন নীতিতে সে দেশের নাগরিকত্ব পাওয়ার নিয়ম বেশ কঠিন হয়েছে। এখন আর ফ্রান্সে জন্ম নিয়ে দীর্ঘ কয়েক বছর ধরেই থাকলে সে দেশের নাগরিক হওয়া যাবে না।

বাবা-মা ফরাসি নাগরিক না হলে সে দেশের বাসিন্দা হওয়া কার্যত অসম্ভব হতে চলেছে। সঙ্গে নয়া আইনে ফ্রান্সে বিদেশে থাকা পরিবারের লোকেদেরও আনাও কঠিন হয়েছে। ফ্রান্সের চরম ডানপন্থীদের পক্ষে যাওয়া নাগরিকত্ব আইন নিয়ে চরম ক্ষোভ সে দেশের বেশ একটা বড় অংশের মানুষের মধ্য়ে।

দেখুন খবরটি

বিশ্বে উদার হিসেবে পরিচিত ফরাসিরা এখন নিজেদের দেশে কোণঠাসা হয়ে গিয়েছেন বলে প্রতিবাদীদের অভিযোগ।