অশান্ত বাংলাদেশে (Bangladesh Protest) উত্তেজিত আন্দোলনকারীদের বিক্ষোভের দৃশ্য ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়া জুড়ে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Sheikh Hasina) পদত্যাগের দাবিতে পথে নেমে আন্দোলন শুরু করেন বাংলাদেশের ছাত্ররা। শনিবার থেকে বিক্ষোভের ফুলকি ক্রমশ আগুনের লেলিহান শিখার মত গোটা দেশে ছড়িয়ে পড়ে। সরকার বিরোধী আন্দোলনে পড়ুয়াদের সঙ্গে যোগ দেন বিভিন্ন বয়স এবং পেশার লোকজন। পুলিশ এবং আওগামী লীগ সরকারের সমর্থকদের সঙ্গে সংঘর্ষে রবিবার এবং সোমবার মিলিয়ে ৩০০-এ বেশি মৃত্যুর খবর সামনে এসেছে। দেশজুড়ে গণবিক্ষোভের মুখে পড়ে বাধ্য হয়ে প্রধানমন্ত্রী পদে ইস্তফা দেন শেখ হাসিনা (Sheikh Hasina)। এরপরেই বাংলাদেশে সেনার অধীনে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। পদ্মপারের দেশ জুড়ে তুমুল অরাজকতা চলছে। প্রধানমন্ত্রীর বাসভবন 'গণভবন' দখল করেছে আন্দোলনকারীরা। এবার ঝাঁকে ঝাঁকে বিক্ষোভকারী ঢুকল বাংলাদেশের সংসদ ভবনে (Bangladesh Parliament)। বিশৃঙ্খলার সেই চিত্র উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়।
নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে হাসিনা দেশ ছেড়ে পালাতেই তাঁর গণভবনে চড়াও হয় আন্দোলনকারী। হাসিনার শয়নকক্ষে ঢুকে হাত পা ছড়িয়ে বিছানায় শুয়ে পড়া, পাকশালে ঢুকে ঢালাও ভোজ খাওয়া, যথেচ্ছ লুটপাট চলছে গণভবন জুড়ে। এবার একই দশা সংসদ ভবনের অন্দরেও।
আন্দোলনকারীদের দখলে সংসদ ভবন...
BREAKING - HAPPENING NOW IN BANGLADESH PARLIAMENT pic.twitter.com/88UIiPJ7Yw
— Insider Paper (@TheInsiderPaper) August 5, 2024
এদিন সকাল থেকে আন্দোলনকারীরা বিভিন্ন সরকারি ভবন থেকে শুরু করে যেখানে পারছেন আগুন ধরিয়ে দিচ্ছেন। তবে সবচেয়ে বেদনার ছবি উঠে এল, যখন দেখা গেল বাংলাদেশের জাতীর জনক শেখ মুজিবুর রহমান-এর মূর্তি ভাঙছে এক আন্দোলনাকীরা। মুজিব-এর বিশাল ওই মূর্তির ওপর উঠে এক আন্দোলনকারী হাতুড়ি দিয়ে ঠুকে ঠুকে তা ভাঙার চেষ্টা করছে। নীচে দাঁড়িয়ে তাঁকে উৎসাহ জোগাচ্ছেন বাকিরা।