ইমরান খান(Photo Credit: Getty Images)

ইসলামাবাদ, ১৮ সেপ্টেম্বর: যতক্ষণ না জম্মু ও কাশ্মীর থেকে কার্ফিউ উঠছে ততক্ষণ ভারতের সঙ্গে কোনও আলোচনা সম্ভব নয়। বুধবার এক বিবৃতিতে এটাই জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। কয়েকদিন আগেই তিনি পাক অধিকৃত কাশ্মীরের রাজধানী মুজাফ্ফরাবাদে একটি সমাবেশে যোগ দেন। সমাবেশের নাম ছিল কাশ্মীর আওয়ার ব়্যালি। সেই সময় ইমরান বলেছিলেন, কাশ্মীরকে (Kashmir) মুক্ত করতে যতদূর যাওয়া যাবেন তিনি। ঠিক তার পর ফের কাশ্মীর প্রসঙ্গে মুখ খুললেন পাক প্রধানমন্ত্রী। আর মুখ খুলেই জানিয়ে দিলেন, ‘যতক্ষণ না কাশ্মীর থেকে কার্ফিউ (curfew) উঠছে ততক্ষণ ভারতের সঙ্গে কোনও আলোচনার সুযোগ নেই।’

বেশ কিছুদিন আগে এই কাশ্মীর প্রসঙ্গে আলোচনার বিষয়টি পত্রপাঠ বাতিল করে দিয়েছিলেন পাকিস্তানের (Pakistan) বিদেশ মন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। তিনি বলেছিলেন, “যতক্ষণ না কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে ততক্ষণ কোনও আলোচনা হবে না। আজ বিদেশ মন্ত্রীর বক্তব্যের পুনারবৃত্তি করলেন ইমরান খান। এদিন ইমরান আরও বলেন, আন্তর্জাতিক মঞ্চে কাশ্মীর প্রসঙ্গটি তিনি ভালভাবেই তুলে ধরতে পেরেছেন। যা তাঁর পূর্বসুরীরা কোনও দিন করতে পারেননি। তাঁর থেকে ভালভাবে কাশ্মীর সমস্যার প্রচার পাকিস্তানের আর কোনও প্রধানমন্ত্রীই করেননি।” আরও পড়ুন-মুজাহিদিন জঙ্গিদের প্রশিক্ষণের খরচ দিয়েছিল সিআইএ, আর এখন কিনা আফগানিস্তানে হারের জন্য পাকিস্তানকে দায়ী করছে আমেরিকা? বিস্ফোরক ইমরান খান

আগামী সপ্তাহেই হাউস্টন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাই পাকিস্তান যাতে প্রধানমন্ত্রীর বিমানকে তাদের আকাশসীমা ব্যবহার করতে দেয় তারজন্য সরকারিভাবে অনুরোধ জানিয়েছিল নয়াদিল্লি। সেই উত্তর দেওয়ার আগেই কাশ্মীর প্রসঙ্গ তুলে ফের ভারতকে (India) কোণঠাসা করার চেষ্টা করলেন ইমরান খান। গত ৫ আগস্ট জম্মু ওকাশ্মীরে ৩৭০ ধারা তুলে নিয়ে বিশেষ স্টেটাস খর্ব করে ভারত। তারপর থেকেই পাকিস্তানের সঙ্গে যাবতীয় দ্বিপাক্ষিক সম্পর্ক প্রশ্নের মুখে চলে গিয়েছে। ক্রুদ্ধ ইমরান খান একে একে সমস্ত সম্পর্ক শেষ করেছেন। রাষ্ট্রপুঞ্জ থেকে শুরু করে চিন, আমেরিকা, মুসলিমবিশ্বের কাছে ভারতকে কোণঠাসা করার জন্য বারবার দরবার করেছেন। বেশিরভাগ ক্ষেত্রেই তাঁকে খালি হাতে ফিরতে হয়েছে। তবে তারপরেও চেষ্টা চালিয়ে যাচ্ছেন।