পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ব্যক্তিদের মধ্যে একজন হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল প্রধান অর্থনীতি ভারতের সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্কের গুরুত্বের কথা বলার সময় একথা বললেন ব্রিটিশ পার্লামেন্টারিয়ান লর্ড করণ বিলিমোরিয়া।
বৃহস্পতিবার যুক্তরাজ্যের সাংসদ লর্ড করণ বিলিমোরিয়া 'যুক্তরাজ্য এবং ভারতের মধ্যে সম্পর্কের গুরুত্ব' শীর্ষক সংসদে বিতর্কের সময় বলেন- “...নরেন্দ্র মোদী, ছেলেবেলায়, গুজরাটের একটি রেলস্টেশনে তার বাবার চা স্টলে চা বিক্রি করতেন। আজ, তিনি ভারতের প্রধানমন্ত্রী হিসাবে এই গ্রহের সবচেয়ে শক্তিশালী ব্যক্তিদের একজন। শুধু তাই নয় তিনি আরও বলেন - “আজ ভারতের কাছে জি-২০ এর (G20 Presidency) এর সভাপতিত্ব রয়েছে। এখন থেকেই ভারত আগামী ২৫ বছরে, বিলিয়ন আমেরিকান ডলারের জিডিপি সহ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হওয়ার স্বপ্ন দেখছে। মোদির নেতৃত্বে ইন্ডিয়ান এক্সপ্রেস স্টেশন ছেড়েছে। এটি এখন বিশ্বের দ্রুততম ট্রেন - বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল প্রধান অর্থনীতি। আগামী দশকগুলিতে যুক্তরাজ্য অবশ্যই ভারতের নিকটতম এবং বিশ্বস্ত বন্ধু এবং অংশীদার হবে।
দেখে নিন কী বলেছেন ব্রিটিশ পার্লামেন্টারিয়ান লর্ড করণ বিলিমোরিয়া
"India has a vision to become, within 25 years, the 2nd largest economy in the world with a GDP of $32 trillion. The Indian Express has left the station. It is now the fastest train in the world—the fastest-growing major economy. The UK must be its closest friend and partner." pic.twitter.com/n1Pdhalw5W
— Lord Karan Bilimoria (@Lord_Bilimoria) January 20, 2023