US President Joe Biden (Photo Credits: X)

Biden Prostate Cancer: বয়সের ভারে ঝুঁকে যাওয়া প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের (Joe Biden) শরীরে বাসা বেঁধেছে কর্কট রোগ। গত এক বছর ধরে মিস্টার প্রেসিডেন্টের আগে প্রাক্তন তকমা বয়ে বেরানো বাইডেন এখন প্রসেস্ট ক্যান্সারের চিকিতসরা জন্য রেডিয়েশান থেরাপির (Radiation Therapy) মধ্যে দিয়ে যাচ্ছেন। আগামী ২০ নভেম্বর তিনি ৮৩ বছরে পা দেবেন, তার আগে জীবনযুদ্ধে লড়ছেন বাইডেন। তাঁকে ৫ সপ্তাহ এইভাবে রেডিয়েশান থেরাপির মধ্যে দিয়ে যেতে হবে। রেডিয়াশনের মাধ্যমে উচ্চ-শক্তি রশ্মি (যেমন X-রশ্মি বা প্রোটন থেরাপি) ব্যবহার করে নির্দিষ্ট ক্যান্সার কোষ বা টিউমার ধ্বংস করা হয়। ক্যান্সার কোষকে ধীর করা বা মারা যাওয়ার জন্য শুধুমাত্র লক্ষ্যবস্তু এলাকায় কাজ করে। সাধারণত বাহ্যিক মেশিনের মাধ্যমে বা কখনো কখনো ঘরের মধ্যে রেডিওঅ্যাকটিভ উপাদান ব্যবহার করে রেডিয়েশান ব্যবহার করা হয়।

প্রেসিডেন্ট নির্বাচনের ১০০দিন আগে বাধ্য হয়ে সরে দাঁড়িয়েছিলেন বাইডেন

গত বছর প্রেসিডেন্ট নির্বাচনের প্রায় ১০০ দিন আগে নিজেকে লড়াই সরিয়ে নিতে বাধ্য হয়েছিলেন বাইডেন। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নির্বাচনী যুদ্ধে বয়সের ভারে ঝুঁকে পড়া নিয়ে বাইডেনকে অনেক কটাক্ষ শুনতে হয়েছে। ট্রাম্প তাঁকে বারবার 'স্লিপি জো', বা 'ঘুমন্ত জো' নামে ডেকে বিদ্রুপ করেন। তবু ট্রাম্পের সঙ্গে প্রচার সমানে লড়ার চেষ্টা করছিলেন।

ক্যান্সারে আক্রান্ত বাইডেন

মূত্র সংক্রান্ত সমস্যার পর পরীক্ষায় প্রসেস্ট ক্যান্সারে ধরা পড়ে

অতীতে ট্রাম্পকে হারানো কিন্তু বিতর্কসভায় হারা আর কোভিডে আক্রান্ত হওয়ার পর তখন ৮২ বছরের বাইডেন নিজেকে প্রেসিডেন্ট নির্বাচন থেকে প্রত্যাহার করে নেন। এরপর চলতি বছর মে মাসে প্রসেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। মূত্র সংক্রান্ত সমস্যার পর একটি প্রস্টেট নোডুলের সন্ধান পাওয়ার পর পরীক্ষা করালে বাইডেনের প্রসেস্ট ক্যান্সার ধরা পড়ে।