মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন আরও এক ভারতীয় বংশোদ্ভুতকে অর্ন্তভুক্ত করতে চলেছেন তাঁর প্রশাসনে। তিনি হলেন নিশা দেশাই বিসওয়াল (Nisha Desai Biswal), তাঁকে ইউএস ইন্টারন্যাশন্যাল ডেভেলপমেন্ট এন্ড ফিন্যান্স কর্পোরেশনের ডেপুটি সিইও হিসেবে নিযুক্ত করার ইচ্ছা প্রকাশ করেছেন জো বাইডেন।
বারাক ওবামার সময় কালেও মার্কিন প্রশাসনের অন্যতম উজ্বল মুখ হিসেবে পরিচিত ছিলেন তিনি ।
ইউএস সেনেটের পক্ষ থেকে তার মনোনয়নে সম্মতি জানানো হয়েছে। ইউএস ফরেন পলিসি এবং ইন্টারন্যাশন্যাল প্রোগ্রামের ক্ষেত্রে ৩০ বছরের অভিজ্ঞতা রয়েছে নিশা দেশাই বিসওয়ালের (Nisha Desai Biswal)। ভারত-মার্কিন সম্পর্কের ক্ষেত্রে পারদর্শী, নিশা বর্তমানে ইন্টারন্যাশন্যাল স্ট্র্যাটেজি এবং গ্লোবাল ইনিশিয়েটিভের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত।
২০১৩ থেকে ২০১৭ অবধি তিনি ইএস ডিপার্টমেন্টে অফ স্টেটের সাউথ এবং সেন্ট্রাল এশিয়ান অ্যাফেয়ার্সের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে নিযুক্ত ছিলেন।ভারত সরকারের পক্ষ থেকে সেরা প্রবাসী ভারতীয়ের সম্মানও পেয়েছেন তিনি ২০১৭ সালে।
নিশা দেশাই বিসওয়াল ভার্জিনিয়া ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েট হওয়া ইন্টারন্যাশন্যাল রিলেশনস এবং ইকোনমিকসের একজন ছাত্রী।
US President #JoeBiden has announced his intent to nominate Indian-American policy expert #NishaDesaiBiswal as Deputy CEO of the US International Development Finance Corporation (DFC). pic.twitter.com/MCysOL9wz1
— IANS (@ians_india) March 22, 2023