Monkeypox: মাঙ্কিপক্সে আক্রান্ত মা জন্ম দিলেন সুস্থ সন্তান, আতঙ্কের মাঝে স্বস্তির নিঃশ্বাস আমেরিকায়
Pregnant woman (Photo Credit: File Photo)

গোটা বিশ্বের ৭৮টি দেশে থাবা বসিয়েছে মাঙ্কিপক্স (Monkeypox)। গোটা দেশ জুড়ে যখন মাঙ্কিপক্স থাবা বসাচ্ছে, সেই সময় আমেরিকাতেও এই রোগ আতঙ্ক ছড়াতে শুরু করেছে। তবে মাঙ্কিপক্সে আক্রান্ত হলে যে সঠিক চিকিৎসার মাধ্যমে নিরাময় হতে পারে, তা প্রমাণিত আমেরিকার একটি ঘটনা থেকে। সম্প্রতি মার্কিন মুলুকে মাঙ্কিপক্স আক্রান্ত এক মহিলা সুস্থ শিশুর (Children) জন্ম দিয়েছেন। শুধু তাই নয়, মাঙ্কিপক্সে আক্রান্ত হওয়ার পরও ওই মহিলা এবং তাঁর সদ্যোজাত সুস্থ আছেন বলে জানা যায়।

শুধু তাই নয়, মাঙ্কিপক্সে মা আক্রান্ত হওয়া সত্ত্বেও, ওই মহিলার গর্ভের সন্তান কোনওভাবেই আক্রান্ত হয়নি বলে খবর মেলে। ফলে সংশ্লিষ্ট মহিলা সুস্থ, স্বাভাবিক শিশুর জন্ম দিয়েছেন বলে খবর।

আরও পড়ুন: Arpita Mukherjee: অর্পিতার সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই, পার্থর অপসারণের পর বললেন অভিষেক

মার্কিন মুলুকে মাঙ্কিপক্সে আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে। সংক্রমিতর মধ্যে ২ শিশু রয়েছে  বলে খবর। ফলে প্রত্যেকে যাতে মাঙ্কিপক্সে সংক্রমিতর কাছ থেকে দূরত্ব বজায় রাখেন, সাবধানে থাকেন, সেই আবেদন জানানো হয়েছে।