Pope Francis (Photo Credit: Pop Crave/ X)

Pope Francis Health Update: ব্রঙ্কাইটিসের আক্রান্ত হয়ে শুক্রবার হাসপাতালে ভর্তি হয়েছেন পোপ ফ্রান্সিস। তিনি সংক্রমণে ভুগলেও তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে ভ্যাটিকান। রোমের জেমেলি হাসপাতালে নিয়ে যাওয়ার আট ঘণ্টা পর এক প্রেস রিলিজে জানানো হয় যে পরীক্ষা করা হয়েছে এবং হাসপাতালে তার ড্রাগ থেরাপি শুরু করেছেন। বিভিন্ন রিপোর্ট বলছে প্রাথমিক পরীক্ষায় শ্বাসনালীতে সংক্রমণ ধরা পড়ে তবে তার অবস্থা এখন মোটামুটি এবং সামান্য জ্বর আছে। ৮৮ বছর বয়সী ফ্রান্সিস এক সপ্তাহেরও বেশি সময় ধরে ব্রঙ্কাইটিসে ভুগছেন। এর আগে শুক্রবার ভ্যাটিকান জানিয়ে দেয় যে পোপ হাসপাতালে সুস্থ হয়ে ওঠার পর আগামী তিন দিন সব রকম জনসমাগম এড়িয়ে যাবেন। ২০১৩ সাল থেকে পোপের দায়িত্ব পালন করা ফ্রান্সিস গত দুই বছরে বেশ কয়েকবার ইনফ্লুয়েঞ্জা এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। অল্প বয়সেই তার প্লুরিসি ধরা পরে সেই কারণে তার ফুসফুসের সংক্রমণের ঝুঁকি রয়েছে। Elon Musk: মাস্কের ১৩তম সন্তানের জন্ম দিয়েছেন তিনি, দাবি লেখিকার

ব্রঙ্কাইটিসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পোপ ফ্রান্সিস

স্থানীয় রিপোর্ট বলছে, ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে শ্বাসকষ্টে ভুগছিলেন ফ্রান্সিস। তিনি জানুয়ারি ও ফেব্রুয়ারিতে তার বেশ কয়েকটি পাবলিক ইভেন্টে আসা বাতিল করেন এই কারণেই। এমনকি সেই সময় যে সমস্ত অনুষ্ঠানে অংশ নেন তিনি সেখানে তাঁর সহায়কদের তার হয়ে বক্তব্য পড়তে বলেন। এরপর গত ডিসেম্বরে ভ্যাটিকানের বাসভবনে চিবুকে ও জানুয়ারিতে হাতে চোট পান পোপ। তার লাগাতার স্বাস্থ্যের সমস্যা সত্ত্বেও ফ্রান্সিস বিদেশ ভ্রমণ সহ একটি ব্যস্ত সময়সূচী চালু রাখেন। সেপ্টেম্বরে তিনি দক্ষিণ-পূর্ব এশিয়া এবং ওশেনিয়া জুড়ে ১২ দিনের সফর শেষ করেন, যা পোপের দীর্ঘতম সফর।