![](https://bnst1.latestly.com/uploads/images/2025/02/20-187.jpg?width=380&height=214)
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারে রেকর্ড অর্থ দেওয়া ধনকুবের শিল্পপতি ইলন মাস্কই আসলে এখন মার্কিন যুক্তরাষ্ট্র চালাচ্ছেন। বিরোধীদের এমন দাবির মাঝে মাস্ক নিয়ে বড় দাবি করলেন মার্কিন লেখিকা অ্যাশলে সেন্ট ক্লেয়ার। মাস্ক যখন একের পর এক সরকারী দফতর বন্ধ করে সরকারী কর্মীদের চাকরি থেকেই তাড়াচ্ছেন তখনই লেখিকা অ্যাশলে দুনিয়ার ধনীতম ব্যক্তি নিয়ে জানালেন বড় কথা। এক সোশ্যাল মিডিয়া পোস্ট সেই লেখিকা দাবি করলেন, মাস পাঁচেক আগে তিনি সন্তানের জন্ম দিয়েছেন। সেই সন্তানের বাবা হলেন ইলন মাস্ক।
পাঁচ মাস আগে মাস্কের সন্তানের জন্ম হয়!
কিন্তু তিনি এত বড় বিষয়টি এতদিন পরে বলছেন কেন? এই বিষয়ে লেখকের দাবি, তিনি এতদিন এই ব্যাপারটা গোপন করেছিলেন কারণ তিনি তার সন্তানের নিরাপত্তা আর গোপনীয়তার বিষয়টিকে অগ্রাধিকার দিয়েছিলেন। কিন্তু এক ট্যাবলেট মিডিয়া তার সন্তানের খবর জেনে যাওয়ায়, তিনি সেই খবর প্রকাশের আগেই সত্যিটা নিজে থেকে জানিয়ে দিলেন বলে অ্যাশলে দাবি করেন। ইলন মাস্কের চারটি বিয়ে ও ১২টি সন্তান আছে।
মাস্কের সন্তানের জন্ম দিয়েছেন বলে দাবি লেখিকার
Did you guys see that Ashley St. Clair had a baby, and Elon is the father?
🚨#BREAKING: Ashley St. Clair @stclairashley has announced that she had a child with Elon Musk @elonmusk five months ago.
Elon added another baby to his future army to conquer Mars.
Congratulations to… pic.twitter.com/U0uLEhSVAs
— SyeClops (@SyeClops) February 15, 2025
কে এই লেখিকা
অ্যাশলের দাবি, তিনি মাস্কের ১৩তম সন্তানের জন্ম দিয়েছেন। 'ইলিফ্যান্ট আর নট বার্ডস' (হাতিরা পাখি নয়) নামের এক বই লিখে জনপ্রিয় বইয়ের লেখিকা অ্যাশলে জানিয়েছেন, তার সঙ্গে মাস্কের পরিচয় হয় বছর তিনেক আগে।