PM Modi takes a bullet train ride with PM Shigeru Ishiba. (Photo Credits:X)

PM Modi Bullet Train Ride: জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা (Japanese PM Shigeru Ishiba)-র সঙ্গে বুলেট ট্রেন সফর করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টোকিওর সেন্ডাইতে বুলেট ট্রেনের গতিময় সফরের মাঝেই দুই দেশের প্রধানমন্ত্রী সেরে নিলেন বৈঠক। জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বুলেট ট্রেন সফরের ভিডিও পোস্ট করলেন। ভারতের স্বপ্নের প্রকল্প বুলেট ট্রেন পরিষেবা বাস্তবায়নে জাপানি প্রযুক্তি ও বিনিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। এই বিষয় নিয়েও জাপানের প্রধানমন্ত্রী ইশিবার সঙ্গে আলোচনা করেন প্রধানমন্ত্রী মোদী। আর কয়েক বছরের মধ্যেই মুম্বই-আমেদাবাদ রুটে ছুটবে বুলেট ট্রেন। ভারতের বুলেট ট্রেন ছোটার স্বপ্নের পিছনে জাপানের বড় অবদান রয়েছে। ভারতে বুলেট ট্রেনের প্রায় ৮০ শতাংশ খরচ (প্রায় ১.০৮ লক্ষ কোটি টাকা বা ১২.৬৫ বিলিয়ন ডলার) কভার করেছে জাপান।

দুদিনের জাপান সফরে বেশ কিছু গুরুত্বপূর্ণ চুক্তি সারলেন প্রধানমন্ত্রী মোদী

ভারত ও জাপান যৌথভাবে উন্নতমানের রাডার সিস্টেম নির্মাণের পরিকল্পনা করছে। মোদীর এবারের জাপান সফরে সেমিকন্ডাক্টর উৎপাদন থেকে শুরু করে প্রতিরক্ষা সহযোগিতা সহ দুই দেশের মধ্যে নতুন অংশীদারিত্বের দিক উন্মোচিত হয়েছে। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে, প্রধানমন্ত্রী মোদীর এবারের জাপান সফর শুধুমাত্র শিল্প, পরিকাঠামো ও প্রতিরক্ষার জন্যই নয়, বরং কৌশলগত দিক থেকেও ভারতকে এশিয়ার শক্তিশালী অর্থনীতির অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে। নরেন্দ্র মোদীর এটি প্রধানমন্ত্রী হিসেবে জাপানে অষ্টম সফর এবং জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে প্রথম বার্ষিক সম্মেলন। দুদিনের সফরে প্রধানমন্ত্রী মোদী এবার জাপানে গিয়েছেন। আজ, শনিবার তিনি জাপান সফর শেষ করার রবিবার চিনে শাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO) সম্মেলনে অংশ নেবেন। এই সম্মেলনে প্রধানমন্ত্রী মোদী চিনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে অতি গুরুত্বপূর্ণ বৈঠক করবেন।

জাপানে বুলেট ট্রেন সফরে প্রধানমন্ত্রী মোদী

দেখুন বুলেট ট্রেন সফরের মাঝে প্রধানমন্ত্রী মোদী ও শিগেরু ইশিবা

ভারতের বুলেট ট্রেনের পিছনে জাপানের অবদান

২০১৫ সালে ভারত এবং জাপান সরকারের মধ্যে বুলেট ট্রেন চালানো নিয়ে চুক্তি স্বাক্ষরিত হয়। মুম্বই-আহমেদাবাদ রুটে শিনকানসেন-ভিত্তিক হাই-স্পিড রেল নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। ২০১৭ সালের ১৪ সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী শিনজো আবে আমেদাবাদে বুলেট ট্রেন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপিত করেছিলেন। একবারে কম সুদে ঋণের মাধ্যমে ভারতে বুলেট ট্রেনের পরিকাঠামো গড়ছে সূর্যোদয়ের দেশ। JICA থেকে ৫৯,৩৯৬ কোটি টাকা (প্রায় ৭ বিলিয়ন ডলার) ঋণ প্রদান করেছে, যার সুদের হার মাত্র ০.১% এবং পরিশোধের মেয়াদ ৫০ বছর। এটি ভারতের জন্য অত্যন্ত সাশ্রয়ী, কারণ এটি জাপানের দেশীয় অর্থনৈতিক অবস্থা (কম সুদের পরিবেশ) থেকে উদ্ভূত। ভারতীয়রা বুলেট ট্রেন চালানোর জন্য এখন জাপানে প্রশিক্ষণও নিচ্ছেন। দেরির কারণে বুলেট ট্রেন পরিকাঠামো তৈরির মোট খরচ এখন ১.৬ লক্ষ কোটি টাকা ছাড়িয়েছে। কিন্তু জাপান এরপরেও নতুন ঋণ ফ্রেমওয়ার্ক তৈরি করে ভারতের পাশেই আছে।