নিউইয়র্কে রাষ্ট্রসংঘের সদর দপ্তরে একটি বিশেষ যোগাভ্যাস পর্যবেক্ষণের পর বুধবার ওয়াশিংটনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর আগমনের পর ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত বাজানো হয় ওয়াশিংটনের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে। তিন দিনের মার্কিন যুক্তরাষ্ট্র সফরের দ্বিতীয় ধাপে ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন রাষ্ট্রীয় নৈশভোজে মোদীকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানাবেন। প্রধানমন্ত্রী যে হোটেলে থাকবেন, সেই হোটেলের বাইরেও জড়ো হন প্রবাসী ভারতীয়রা। তারা 'ভারত মাতা কি জয়' স্লোগান দেয়।
ওয়াশিংটনের যৌথ ঘাঁটি অ্যান্ড্রুজে ভারত ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত বাজানোর ভিডিও:
#WATCH | National anthems of India and the United States played at the Joint Base Andrews, as Prime Minister Narendra Modi arrives in Washington, DC. pic.twitter.com/mHbfODEJpM
— ANI (@ANI) June 21, 2023
এর আগে নিউইয়র্কে রাষ্ট্রসংঘের সদর দপ্তরের লনে বিশেষ যোগাসনের নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আন্তর্জাতিক যোগ দিবসের নবম সংস্করণ উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। উল্লেখযোগ্যভাবে, এই ইভেন্টটি বেশিরভাগ জাতীয়তার একসাথে যোগব্যায়াম সম্পাদনের জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করে। মোট ১৩৫ টি জাতির মানুষ এই ইভেন্টে অংশ নেয়। পরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়া বৃহস্পতিবার মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনেও ভাষণ দেবেন। ২২ জুন মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি জিল বাইডেন আয়োজিত নৈশভোজে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যুক্তরাষ্ট্র সফরকালে প্রধানমন্ত্রী বেশ কয়েকজন শিল্পপতি, স্বাস্থ্য বিশেষজ্ঞ ও সিইও'র সঙ্গে বৈঠক করবেন।