পাঁচ দেশের আন্তর্জাতিক সফরে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। ভারতীয় সময় শনিবার কাকভোরে আর্জেন্টিনা পৌঁছেছেন প্রধানমন্ত্রী মোদী। রাজধানী বুয়েনস আইরেসের এজেইজা আন্তর্জাতিক বিমানবন্দরে (Ezeiza International Airport) ভারতের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়। প্রধানমন্ত্রীর পাঁচটি দেশের সফরের তৃতীয় গন্তব্য আর্জেন্টিনা (Argentina)। ব্রিকস শীর্ষ সম্মেলনে উপস্থিত থাকার জন্যেই দু-দিনের আর্জেন্টিনা সফরে এসেছেন নমো। আর্জেন্টিনার রাষ্ট্রপতি জাভিয়ের মিলেই আমন্ত্রণ পাঠিয়েছিলেন মোদীকে।
মোদীর আগমনে বুয়েনস আইরেসের হোটেলে বিশেষ আয়োজন প্রবাসী ভারতীয়দের
বিমানবন্দর থেকে সোজা বুয়েনস আইরেসের হোটেলে আনা হয় তাঁকে। আর সেখানেই ভারতের প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্যে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন প্রবাসী ভারতীয়রা। মোদীর জন্যে করলেন নৃত্য প্রদর্শন। নমোর সাক্ষাৎ পেয়ে আপ্লূত তাঁরা সকলেই। 'ভারত মতা কি জয়', 'জয় শ্রী রাম', 'মোদী মোদী' স্লোগান হোটেল জুড়ে ধ্বনিত হয়। প্রবাসী ভারতীয় এক শিশু সন্তানকে কোলে তুলে নিলেন প্রধানমন্ত্রী। একরত্তির হাতে ধরালেন ভারতের পতাকা। আট থেকে আশি হোটেলে উপস্থিত সকল প্রবাসী ভারতীয়ের সঙ্গে কথা বললেন মোদী।
হোটেলে 'মোদী মোদী' ধ্বনি
#WATCH | Argentina: Prime Minister Narendra Modi welcomed with chants of "Bharat Mata ki Jai", "Jai Shree Ram" and "Modi-Modi" as he reaches the hotel in Buenos Aires. Members of the Indian diaspora have gathered here.
(Source: ANI/DD News) pic.twitter.com/3LT85QD4Jb
— ANI (@ANI) July 5, 2025
এক প্রবাসী ভারতীয় সংবাদ সংস্থা এএনআই-কে বললেন, 'প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা করে খুব ভালো অনুভূতি হচ্ছে। আমরা তাঁকে আর্জেন্টিনায় দেখে খুবই খুশি। আমরা চাই দুই দেশের মধ্যে বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক আরও উন্নত হোক'।