PM Modi Arrives at Ezeiza International Airport, Argentina (Photo Credits: ANI)

শনিবার কাকভোরে (ভারতীয় সময়) আর্জেন্টিনা পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। রাজধানী বুয়েনস আইরেসের এজেইজা আন্তর্জাতিক বিমানবন্দরে (Ezeiza International Airport) ভারতের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়। আর্জেন্টিনার রাষ্ট্রপতি জাভিয়ের মিলের আমন্ত্রণে মোদীর এই সফর। ব্রিকস শীর্ষ সম্মেলনে উপস্থিত থাকার জন্যেই দুদিনের আর্জেন্টিনা সফরে এসেছেন নমো। প্রধানমন্ত্রী হিসেবে এটি মোদীর দ্বিতীয় আর্জেন্টিনা সফর। এর আগে ২০১৮ সালে জি-২০ শীর্ষ সম্মেলনের জন্য এই দেশে গিয়েছিলেন তিনি। প্রধানমন্ত্রীর পাঁচটি দেশের সফরের তৃতীয় গন্তব্য আর্জেন্টিনা। স্থানীয় সময়ে শুক্রবার সন্ধ্যায় ইজেইজা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন মোদী।

দু-দিনের আর্জেন্টিনা সফরে মোদী

ভারতের বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, মোদি আর্জেন্টিনার রাষ্ট্রপতি জাভিয়ের মিলির সঙ্গে দেখা করবেন। দুই দেশের মধ্যে দ্বীপাক্ষিক বৈঠকে আলোচ্য বিষয়ের মধ্যে শীর্ষে রয়েছে লিথিয়াম, কৃষি, এলএনজি এবং পারমাণবিক সহযোগিতা। এছাড়াও দ্বিপাক্ষিক বৈঠকে প্রতিরক্ষা, বিরল খনিজ দ্রব্য, বিদ্যুৎ, বাণিজ্য, তেল, পর্যটন, প্রযুক্তি ও বিনিয়োগ সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক সফর ভারত ও আর্জেন্টিনার মধ্যে বহুমুখী কৌশলগত অংশীদারিত্বকে আরও গভীর করবে বলেই আশা করছে নয়াদিল্লি।

এজেইজা আন্তর্জাতিক বিমানবন্দরে মোদীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হল

আর্জেন্টিনার আগে ত্রিনিদাদ ও টোবাগোয় ছিলেন নমো। এই দেশের ১৩ লক্ষ নাগরিকের মধ্যে কমপক্ষে ৪৫ শতাংশ নাগরিকই ভারতীয়। এমনকি এই এই ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্রের প্রধানমন্ত্রী কমলা পারসাদ-বিশ্বেশ্বর নিজে একজন ভারতীয় বংশোদ্ভূত। তিনি এই দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, যাঁর পূর্বপুরুষ বিহারের বাসিন্দা ছিলেন। তাঁর আদিবাড়ি বক্সার জেলার ভেলুপুরের ইটাধি ব্লকে। ২০১২ সালে প্রধানমন্ত্রী হওয়ার পর পৈতৃকবাড়িতে ঘুরতে যানও তিনি।