ঢাকা : শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ঢাকায় পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২ দিনের বিদেশ সফরে পড়শি বাংলাদেশকে ১২ লক্ষ করোনা ভ্যাকসিন উপহার দিলেন ভারতের প্রধানমন্ত্রী । শেখ হাসিনার আমন্ত্রণেই করোনা (Corona) ভ্যাকসিন উপহার নিয়ে বাংলাদেশ(Bangladesh) সফরে যান ভারতের প্রধানমন্ত্রী।
বাংলাদেশের ৫০তম স্বাধীনতা দিবসে শুক্রবার সেখানে পৌঁছন নরেন্দ্র মোদী (PM Modi)। গোটা বিশ্ব জুড়ে করোনা থাবা বসানোর পর এই প্রথম বিদেশ সফরে গেলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সেখানে ভারতের প্রধানমন্ত্রী হাজির হওয়ায়, দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় হবে বলে মনে করছে আন্তর্জাতিক মহল। বাংলাদেশে মোদীর (Narendra Modi) সফরের মধ্যে পড়শি দেশকে যেভাবে করোনা ভ্যাকসিন দিয়ে ভারতের তরফে সাহায্য করা হচ্ছে, সেই বিষয়টিও ইতিমধ্যেই আলোচনায় উঠে এসেছে।
A special visit begins with a special gesture.
PM Sheikh Hasina welcomes PM @narendramodi at Dhaka airport. pic.twitter.com/5zyKWpIepv
— PMO India (@PMOIndia) March 26, 2021
আরও পড়ুন : WB Assembly Elections 2021: ‘স্ক্যাম চাইলে দিদি আর স্কিম চাইলে নরেন্দ্র মোদিকে ভোট দিন,’ অমিত শাহ
গোটা বিশ্ব জুড়ে করোনা থাবা বসানোর পর ভারতের কাছ থেকে কোভিডের টিকা কেনার কথায় জানায় বাংলাদেশ। ওই সময়ও দিল্লির তরফে ঢাকার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়। গত নভেম্বরের পর এবারও ফের বাংলাদেশ সফরে ঢাকার জন্য ১২ লক্ষ ভ্যাকসিন উপহার দেওয়া হয় ভারতের তরফে।
শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি দুই দেশের মধ্যে কমপক্ষে ৫টি চুক্তি স্বাক্ষরিত হবে বলে খবর।
জানা যাচ্ছে, ২ দিনের বাংলাদেশে সফরে ৫টি চুক্তির পাশাপাশি সে দেশের শ্যামনগরে ঈশ্বরিপুরা কালী মন্দির দর্শনে যাবেন নরেন্দ্র মোদী। ৫১ টি শক্তি পীঠের মধ্যে অন্যতম হল বাংলাদেশের এই যশরেশ্বরী কালী মন্দির। এবারের সফরে ভারতের প্রধানমন্ত্রী সতীপীঠে হাজির হয়ে সেখানে পুজো দেবেন বলে জানা যাচ্ছে।