দুদিনের ফ্রান্স সফর সম্পন্ন হল মোদীর। ১৪ জুলাই ‘বাস্তিল দিবস’ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসাবে যোগ দিতে দু’দিনের সফরে বৃহস্পতিবার প্যারিসে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। বাস্তিল দিবস উপলক্ষ্যে মোদীকে বিশেষ আমন্ত্রণ জানিয়েছিলেন ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল মাকরঁ (France President Emmanuel Macron)। প্রতিবেশী রাষ্ট্রের ডাক ফেরাননি মোদী। দুদিনের ফ্রান্স সফর সম্পন্ন করে শনিবার প্যারিস থেকে বিদায় নিলেন তিনি। ১৫ জুলাই আবু ধাবি সফরের জন্য সংযুক্ত আরব আমিরশাহিতে উড়ে গেলেন প্রধানমন্ত্রী (Modi in Abu Dhabi)। বিমানবন্দরে মোদীকে স্বাগত জানাতে আগে থেকেই পৌঁছে গিয়েছিলেন সংযুক্ত আরব আমিরশাহির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।
বিমান থেকে নেমেই আমিরশাহির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের গলা জড়িয়ে ধরলেন মোদী। পিঠ চাবরে দিতে দেখা গেল সাবাশি।
আবু ধাবি বিমানবন্দরে মোদী...
#WATCH | PM Modi arrives in Abu Dhabi, UAE on an official visit, to hold meeting with President Sheikh Mohamed bin Zayed Al Nahyan on key bilateral issues pic.twitter.com/DJRAlBUOge
— ANI (@ANI) July 15, 2023
নিজের টুইটার হ্যান্ডেল থেকে সংযুক্ত আরব আমিরশাহিতে পা রাখার একটি ছবি শেয়ার করেছেন প্রধানমন্ত্রী। ভারতীয় বিমান থেকে নেমে আরবীয় নিরাপত্তায় মোড়া রাস্তা দিয়ে হেঁটে আসছেন মোদী। পাশে আছেন আমিরশাহির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ।
وصلت أبوظبي. وأتطلع إلى التبادلات مع صاحب السمو الشيخ محمد بن زايد آل نهيان والتي من شأنها ترسيخ التعاون بين الهند ودولة الإمارات العربية المتحدة. @MohamedBinZayed pic.twitter.com/w0v2hQCjKI
— Narendra Modi (@narendramodi) July 15, 2023
সেই ছবি শেয়ার করে তিনি আরবীয় হরফে লিখেছেন, 'আমি আবুধাবি পৌঁছেছি। আমি মহামান্য শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠকে বসার জন্য উন্মুখ। যা ভারত ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সহযোগিতাকে সুসংহত করবে।