Phone Catches Fire In China : হাঁটতে হাঁটতে পকেটে জ্বলে উঠল মোবাইল, ভাইরাল ভিডিয়ো
আগুন ধরে যায় মোবাইলে

হংকং, ২২ এপ্রিল : জনবহুল রাস্তার মাঝে আচমকাই আগুন জ্বলে উঠল পকেটে। আগুনের উত্তাপ অনুভব করে, রাস্তার উপরই লাফিয়ে পড়েন এক ব্যক্তি। এমনই একটি ভিডিয়ো ভাইরাল হল সামাজিক মাধ্যমে (Social Media)। যা দেখে অবাক হয়ে যান অনেকেই।

ঘটনাস্থল চিন (China)। সেখানকারই একটি জনবহুল রাস্তায় হাঁটতে গিয়ে এক ব্যক্তির পকেটে রাখা মোবাইলে আগুন ধরে যায়। সাউথ চায়না মর্নিং পোস্টের তরফে শেয়ার করা হয় ওই ভিডিয়ো (Video)। যা দেখে চমকে ওঠেন অনেকেই।

আরও পড়ুন : Rahul Gandhi On COVID 19 : 'ফাঁকা আওয়াজ নয়, সমাধান করুন', কোভিড নিয়ে মোদীকে বিঁধলেন রাহুল

দেখুন...

জানা যায়, ২০১৬ সালে একটি বহুজাতিক কোম্পানির ফোন কেনেন চিনে ওই ব্যক্তি। ২০১৬ সালে মোবাইল কেনার পর থেকে ফোনের ব্যাটারি তিনি আর পালটাননি। দীর্ঘ ৫ বছর ধরে মোবাইলের (Mobile) একই ব্যাটারি ব্যবহারের ফলেই কি ফোনে আগুন ধরে যায় ওই ব্যক্তির ফোনে! এমনই প্রশ্ন উঠছে। মোবাইলে আগুনের জেরে ওই ব্যক্তির মাথার চুলেরও কিছু অংশ পুড়ে যায় বলে খবর।