দিল্লি, ১১ অক্টোবর: পাঠানকোট হামলার মূল মাথা শাহিদ লতিফ নিহত। পাকিস্তানে সশস্ত্রবাহিনীর হাতে নিহত হয় শাহিদ লতিফ। বুধবার পাকিস্তানের সিয়ালকোটে খুন হয় পাঠানকোট হামলার মাস্টারমাইন্ড। জইশ-ই-মহম্মদের সক্রিয় কর্মী তথা অন্যতম প্রধান মাথা শাহিদ লতিফকে ২০১৬ সালের পর থেকে খুঁজতে শুরু করে ভারত। ২০১৬-র ২ জানুয়ারি পাঠানকোটে হামলার পর থেকই ভারতের মোস্ট ওয়ান্টেড জঙ্গির তালিকায় নাম উঠে যায় শাহিদ লতিফের। পাঠানকোটের পাশাপাশি ১৯৯৯ সালে ইন্ডিয়ান এারলাইন্সের বিমান হাইজ্যাকের ঘটনায়ও নাম ওঠে শাহিদ লতিফের। এবার সেই জইশের অন্যতম মাস্টারমাইন্ডকে হত্যা করা হয় পাকিস্তানে।
রিপোর্টে প্রকাশ, সিয়ালকোটে থেকেই পাঠানকোট হামলার ছক কষে শাহিদ লতিফ । পাকিস্তানের নিরাপদ আশ্রয়ে থেকেই ভারতের বিরুদ্ধে হামলার পরিকল্পনা করে জইশ-ই-মহম্মদের এই জঙ্গি নেতা।