ইসলামাবাদ, ৬ সেপ্টেম্বর: পয়গম্বর মহম্মদকে (Prophet) অপমান করলে শিরশ্ছেদ বাঞ্ছনীয়। পয়গম্বর মহম্মদের অপমান কিছুতেই মেনে নেওয়া হবে না। যে বা যাঁরা পয়গম্বর মহম্মদের অপমান করবে, তাঁদের শিরশ্ছেদ অবধারিত। পাকিস্তানে একটি মসজিদের ভিতরে থেকে এমনই একটি ছবি এবং ভিডিয়ো উঠে এসেছে, যা দেখে কার্যত শিউরে উঠতে শুরু করেছে গোটা বিশ্ব।
পাকিস্তানের (Pakistan) লাল মসজিদে গোলাপী রঙের বোরখা পরা মহিলাদের বসিয়ে তাঁদের প্রশিক্ষণ দিচ্ছেন এক ব্যক্তি। যেখানে ওই মহিলাদের শেখানো হচ্ছে, কোনওভাবে কেউ যদি পয়গম্বর মহম্মদকে অপমান করেন, তাহলে তাঁর শাস্তি অবধারিত। কীভাবে তলোয়ার ধরে পয়গম্বরের অপমানকারীকে শাস্তি দিতে হবে, তা শেখানো হচ্ছে। প্রশিক্ষকের কথা শুনে ওই মহিলাদের বোরখার ভিতর থেকে স্লোগান দিতেও শোনা যাচ্ছে পাকিস্তানের ওই লাল মসজিদে।
সমাজকর্মী আমিনা বেগমকে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের তরফে প্রশ্ন করা হলে তিনি বলেন, এই ধরনের শিক্ষায় যাতে কেউ শিক্ষিত হতে না পারেন, তার ব্যবস্থা করতে হবে। এই ধরনের শিক্ষা যে শুধু ভারতের জন্য ক্ষতিকর তা নয়, ভারতীয় মুসলিমদের পক্ষেও অত্যন্ত অবমাননাকর। এই ধরনের শিক্ষায় শিক্ষিত হলে পরবর্তী প্রজন্মের কাছে কী বার্তা যাবে, তা নিয়েও প্রশ্ন তোলেন আমিনা বেগম।
Inside the #LalMasjid girls are being taught how to butcher or behead someone.
"In Islam, blasphemy is a subject of intellectual discussion rather than a subject of physical punishment." Amina Begam Ansari (@Amana_Ansari) shares her views.
#TheRightStand @AnchorAnandN pic.twitter.com/yCW3oMcxBN
— News18 (@CNNnews18) September 5, 2022
সম্প্রতি পয়গম্বর মহম্মদকে অপমান করা হয়েছে বলে বিজেপি (BJP) নেত্রী (বহিষ্কৃত) নূপুর শর্মার (Nupur Sharma) বিরুদ্ধে গর্জে ওঠে সংযুক্ত আরব আমিরশাহি-সহ বেশ কিছু দেশ। নূপূর শর্মার ওই বক্তব্য কখনও ভারতের নিজের কথা নয় বলে মন্তব্য করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে। যা নিয়ে জোর বিতর্ক শুরু হয়ে যায়। নূপুর শর্মার পর তেলাঙ্গানার বিজেপি বিধায়ক (বহিষ্কৃত) টি রাজ সিংও পয়গম্বরকে অপমান করেছেন বলে অভিযোগ করা হয়। যার জেরে টি রাজা সিংকে প্রথমে গ্রেফতার করা হয়। গ্রেফতারের কয়েক ঘণ্টার মধ্যে টি রাজা সিং জামিন পেলে, ফের শুরু হয় বিক্ষোভ। যার জেরে ফের রাজা সিংকে গ্রেফতার করে হায়দরাবাদ পুলিশ।