লাহোরে (Lahore) ফৈয়াজ মেলায় জাভেদ আখতার (Javed Akhtar) হাজির হয়েছিলেন। সেখানে ২০০৮ সালের মুম্বই হামলার (Mumbai Attack) মূল চক্রীরা পাকিস্তানে কেন ঘুরে বেড়াচ্ছে বলে প্রশ্ন তোলেন জাভেদ আখতার। যা নিয়ে ইতিমধ্যেই পাকিস্তানে জোর শোরগোল শুরু হয়ে গিয়েছে। জাভেদ আখতারের ওই মন্তব্য নিয়ে পাকিস্তানে যখন তোলপাড় শুরু হয়, সেই সময় সে দেশের অভিনেতা, গায়ক আলি জাফর বিতর্ক থেকে নিজেকে বাঁচাতে উঠে পড়ে লাগলেন। আলি জাফর বলেন, তিনি লাহোরের ফৈয়াজ মেলায় হাজির ছিলেন না। এমনকী তিনি জাভেদ আখতারের সংশ্লিষ্ট মন্তব্য সম্পর্কেও কিছু জানেন না। সোশ্যাল মিডিয়ায় জাভেদ আখতারের মন্তব্য ভাইরাল হওয়ার পর তিনি বিষয়টি সম্পর্কে জেনেছেন বলে জানান আলি জাফর।
The universe brings the opportunity to sing one of my favourite love songs written by the legendary @Javedakhtarjadu sahab in front of him for the love of my life @AyeshaFazli #love #peace #javedakhtar #poetry #music pic.twitter.com/ZZgOVlsiwc
— Ali Zafar (@AliZafarsays) February 20, 2023
এসবের পাশাপাশি আলি জাফের আরও বলেন, তিনি একজন 'গর্বিত পাকিস্তানি'। দেশকে কেউ অপমান করলে, অন্যদের মত তাঁরও ভাল লাগে না বলে মন্তব্য করেন জালি জাফর।