মুম্বই, ২১ ফেব্রুয়ারি: পাকিস্তানে বসে মুম্বই হামলার চক্রীরা খোলামেলা ঘুরে বেড়াচ্ছে বলে মন্তব্য করেন জাভেদ আখতার। মুম্বই হামলার চক্রীরা কেন পাকিস্তানে খোলামেলা ঘুরে বেড়াচ্ছে, সে বিষয়ে প্রশ্ন তোলেন জাভেদ আখতার। পাকিস্তানে বসেই যখন ইসলামাবাদের জঙ্গি প্রীতি নিয়ে জাভেদ আখতার মুখ খোলেন, তখন তাঁর প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন নেটিজেনরা। বিষয়টি নিয়ে প্রশংসা করেন কঙ্গনা রানাউতও। জাভেদ আখতারের ভিডিয়ো শেয়ার করে কঙ্গনা লেখেন, 'ঘর মে ঘুস কে মারা।' এসবের পাশাপাশি জাভেদ আখতারের ভূয়ষী প্রশংসাও করেন বলিউড 'কুইন'। কঙ্গনা রানাউত যেভাবে জাভেদ আখতারের প্রশংসা করেন, তা নজর এড়ায়নি নেটিজেনদের। পরিচিত 'ট্র্যাকের' বাইরে গিয়ে কঙ্গনা জাভেদ আখতারের প্রশংসা করেন বলে মন্তব্য করেন নেটিজেনরা।
প্রসঙ্গত এর আগে একাধিক ইস্যুতে কঙ্গনা রানাউতের সঙ্গে জাভেদ আখতারের বাকবিতণ্ডা শুরু হয়। এমনকী জাভেদ আখতারের সঙ্গে কঙ্গনার বাকবিতণ্ডা আদালত পর্যন্তও পৌঁছে যায়। যা নিয়ে কম বিতর্ক হয়নি।