দিল্লি, ২১ ফেব্রুয়ারি: 'মুম্বই হামলায় (Mumbai Attack) অভিযুক্তরা এখনও আপনাদের দেশে খুল্লামখুল্লা ঘুরে বেড়াচ্ছে। যা দেখে প্রত্যেক ভারতীয় মনে কষ্ট পান।' পাকিস্তানে (Pakistan) বসে এবার এভাবেই জঙ্গি ইস্যুতে ইসলামাবাদকে (Islamabad) একহাত নিলেন জাভেদ আখতার। উর্দু কবি ফৈয়াজ আহমেদ ফৈয়াজের নামাঙ্কিত অনুষ্ঠানে পাকিস্তানের লাহোরে (Lahore) হাজির হন বলিউডের এই বর্ষীয়ান ব্যক্তিত্ব। লাহোরের ওই অনুষ্ঠানে হাজির হয়েই পাকিস্তানের জঙ্গি প্রীতি নিয়ে একহাত নেন জাভেদ আখতার। তিনি বলেন, ২১/১১-র হামলা মুম্বইতে কীভাবে হয়েছিল, তা মুম্বইয়ের মানুষ জানেন। যারা ওইদিনে মুম্বইতে হামলা চালায়, তারা ইজিপ্ট থেকেও ভারতে হামলা চালায়নি, নরওয়ে থেকেও হাজির হয়নি। মুম্বইতে হামলাকারীরা কোথা থেকে হাজির হয় ভারতে, তা প্রত্যেকে জানেন। অথচ ভারতে হামলাকারীরা এখনও পাকিস্তানে খোলামেলা ঘুরে বেড়াচ্ছে বলে মন্তব্য করেন জাভেদ আখতার।
মুম্বই হামলাকারীরা যখন পাকিস্তানে খোলামেলা ঘুরে বেড়ায়, তা দেখে প্রত্যেক ভারতীয় মনে কষ্ট পান বলেও পাকিস্তানের জঙ্গি প্রীতির বিরুদ্ধে মুখ খোলেন বলিউডের এই বর্ষীয়ান ব্যক্তিত্ব।
वाह! शानदार @Javedakhtarjadu बहुत खूब... #JavedAkhtarInPakistan pic.twitter.com/snbXKCKmGf
— Dr. Syed Rizwan Ahmed (@Dr_RizwanAhmed) February 21, 2023
জাভেদ আখতারের ওই ভিডিয়ো ভাইরাল হতে শুরু করে সামাজিক মাধ্যমে...
'हम तो बंबई के लोग हैं, हमने देखा कैसे हमला हुआ था...वो लोग नॉर्वे से तो नहीं आए थे, न मिस्र से आए थे, वो लोग अभी भी आपके मुल्क में घूम रहे हैं'. - लाहौर के फ़ैज़ फेस्टिवल में जावेद अख्तर#FaizFestival2023#javedakhtar pic.twitter.com/s9s1cMYZqf
— Versha Singh (@Vershasingh26) February 21, 2023