ফাইল ফটো (Photo Credits: IANS)

ইসলামাবাদ: ভারতের প্রধানমন্ত্রী (Indian Prime Minister) নরেন্দ্র মোদি (Narendra Modi) সম্পর্কে কটূক্তি করে ঘরে-বাইরে সমালোচনার মুখে পড়েছে পাকিস্তানের বিদেশমন্ত্রী (Pakistan Foreign Minister) বিলাবল ভুট্টো জারদারি (Bilawal Bhutto-Zardari)। এর মাঝেই ভারতকে পরমাণু যুদ্ধের (nuclear war) হুমকি (threatened) দিল পাকিস্তান পিপলস পার্টির (Pakistan Peoples Party) নেত্রী সাজিয়া মারি (Shazia Marri)।

একটি সাংবাদিক বৈঠকে (news conference) বিলাবল ভুট্টোর সমর্থনে মুখ খোলে পাকিস্তানের বর্তমান শাসকদলের ওই নেত্রী। বলে, "ভারত যেন কখনও ভুলে না যায় যে পাকিস্তানের কাছে পরমাণু বোমা (Atom bomb) আছে। চুপচাপ (silent) রয়েছি বলেই আমাদের কাছে থাকা পরমাণু অস্ত্রগুলি যে কোনওদিন ব্যবহার করা হবে না তা কিন্তু নয়। যদি কখনও প্রয়োজন পরে তাহলে আমরা পিছিয়ে থাকব না। কীভাবে যোগ্য উত্তর দিতে হয় তা আমরা জানি। যদি মোদি সরকার লড়াই করতে চায় তাহলে তারা উত্তর পেয়ে যাবে।"

এপ্রসঙ্গে আরও বলে, "যদি তোমরা পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক অভিযোগ (allegations) করতেই থাক, তাহলে পাকিস্তান চুপচাপ সহ্য করবে না। এটা কখনও ঘটবে না।" আরও পড়ুন: Pepsi To Layoff: এবার কর্মী ছাঁটাই পেপসি-তে, ১০০-র বেশি কর্মী হারাচ্ছেন কর্মসংস্থান

প্রসঙ্গত উল্লেখ্য, কয়েকদিন আগে আমেরিকায় (America) রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের অধিবেশনের (United Nations Security Council session) ফাঁকে একটি সাংবাদিক করতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্পর্কে কটূক্তি করে বিলাবল ভুট্টো জারদারি। তোপ দাগে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (Rashtriya Swayamsevak Sangh) বিরুদ্ধেও। মহাত্মা গান্ধীর (Mahatma Gandhi) বদলে ভারতের সরকার হিটলারের (Hitler) দ্বারা অনুপ্রাণিত (influenecd) হচ্ছে বলে মন্তব্য করে।