দিল্লি, ২২ সেপ্টেম্বর: নিজের লোকদের মারতে শুরু করল পাকিস্তান। এবার নিজের দেশের মানুষকে নৃশংসভাবে মারছে পাক বিমান বাহিনী। শুনতে অবাক লাগলেও খাইবার পাখতুনওয়া প্রদেশ থেকে এমনই ঘটনা প্রকাশ্যে এল। যেখানে পাকিস্তানি বিমান বহিনীর হামলার জেরে খাইবার পাখতুনওয়া (Khyber Pakhtunkhwa) প্রদেশে পরপর ৩০ জনের মৃত্যুর খবর মিলল। যে সংখ্যা উত্তোরত্তর বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে।
রিপোর্টে প্রকাশ, রবিবার মাঝ রাতে পাশতুন সম্প্রদায়ের মানুষের উপর হামলা চালায় পাকিস্তান (Pakistan)। খাইবার পাখতুনওয়া প্রদেশে পাকিস্তানি বিমান বাহিনী পরপর ৮টি বোমা মারে। যে বোমার আঘাতে ৩০ জনের মৃত্যুর খবর মেলে প্রাথমিকভাবে। খাইবার পাখতুনওয়া প্রদেশের তীরাহ ভ্য়ালির মাত্রে ডেলা গ্রামে মাঝ রাতে হামলা চালায় পাক সেনা বাহিনী। আর সেই হামলার জেরেই পরপর ৩০ জনের মৃত্যুর খবর মেলে প্রাথমিকভাবে। নিহতের পাশাপাশি আহত বহু মানুষ। তবে ঠিক কতজন পাক বোমার আঘাতে আহত, তার স্পষ্ট পরিসংখ্যান মেলেনি এখনও পর্যন্ত।
আরও পড়ুন: Khyber Pakhtunkhwa: খাইবার পাখতুনখোয়ায় পাক বিমান বাহিনীর বোমা হামলা, ৩০ জন নিহত
জানা যাচ্ছে, যাঁদের মৃত্যু হয়েছে, তাঁরা প্রত্যেকে সাধারণ নাগরিক বলে জানা যায়।
খাইবার পাখতুনওয়া প্রদেশে হামলার পর যে ছবি এবং ভিডিয়ো প্রকাশ্যে আসে, সেখানে বহু মানুষকে যেমন মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়, তেমনি শিশুদের দেহও মাটিতে ফেলে রাখা হয়। খাইবার পাখতুনওয়ায় যেভাবে মানুষকে মরে পড়ে থাকতে দেখা যায়, সেই ভিডিয়ো নিয়ে গোটা বিশ্ব জুড়ে জোর চর্চা শুরু হয়েছে।
চলতি বছরের জুন মাসে অ্যামনেস্টি ইন্টারন্যাশালের তরফে একটি রিপোর্ট প্রকাশ করা হয়। যে রিপোর্টে অ্যামনেস্টি ইন্টারন্যাশানালের তরফে জানানো হয়, খাইবার পাখতুনওয়ায় যেভাবে ড্রোনের হামলা চলছে,তা অত্যন্ত ভয়াবহ। সাধারণ মানুষকে নিশানা করে পাকিস্তান যেভাবে হামলা চালাচ্ছে, তার জেরে গোটা বিশ্ব জুড়ে জোরদার সমালোচনা শুরু হয়েছে।
দেখুন পাকিস্তান কীভাবে নিজেদেরই মানুষকে মারছে...
8 Bombs Dropped In Khyber Pakhtunkhwa, 30 Killed In Pak Air Force Strikes@AdityaRajKaul reports pic.twitter.com/AvSt78H02f
— NDTV (@ndtv) September 22, 2025
খাইবার পাখতুনওয়া প্রদেশের পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে অগাস্ট পর্যন্ত সেখানে ৬০৫টি হামলরা ঘটনা ঘটেছে। যার জেরে কমপক্ষে ১৩৮ জনের মৃত্যু হয়েছে। ৭৯ জন পাক পুলিশ কর্মীরও মৃত্যুর খবর মেলে ওই সময় জুড়ে হামলার জেরে।
পাকিস্তানে জঙ্গিদের বাড় বাড়ন্ত
পাক অধিকৃত কাশ্মীরের (POK) একাধিক আস্তানা গুঁড়িয়ে দিয়ে ভারত। গত ৭ মে যে অপারেশন সিঁদূর চালানো হয়, সেখানে ১০০ জন জঙ্গিকে যেমন নিকেষ করা হয়েছে, তেমনি সন্ত্রাসবাদীদের ঘাঁটিও গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
আর এবার খাইবার পাখতুনওয়া প্রদেশে আফগান জঙ্গিরা ঘাঁটি গেড়েছে বলে দাবি পাকিস্তানের। আফগানিস্তানের মদতে ওই জঙ্গিদের বাড়বাড়ন্ত খাইবার পাখতুনওয়া প্রদেশে ক্রমাগত হচ্ছে বলে দাবি ইসলামাবাদের। তবে যেভাবে ড্রোন হামলা চালিয়ে সাধারণ মানুষকে মারা হচ্ছে, তা অত্যন্ত লজ্জাজনক বলেই মনে করছে গোটা বিশ্ব।