Baloch Rebels Attack Pakistan Train (Photo Credit: X/Screengrab)

দিল্লি, ৭ অক্টোবর: পাকিস্তানে (Pakistan) ফের হামলা। এবারও ফের জ়াফর এক্সপ্রেস (Jaffar Express Train) লক্ষ্য করে হামলা চালাল বালোচ গ্রুপ (Baloch Rebels)। বালোচিস্তানে ঢোকার পর জ়াফর এক্সপ্রেসে আইইডি বিস্ফোরণ হয়। যার দায় নেয় বালোচ গ্রুপ। সিন্ধ প্রদেশের সুলতানকোটে রেললাইনের কাছে আইইডি রাখা হয়েছিল। সেই আইইডি ফেটে প্রবল বিস্ফোরণ হয়। যার জেরে জ়াফর এক্সপ্রেসের বেশ কিছু যাত্রী আহত বলে খবর মেলে।

দেখুন সেই ভিডিয়ো যখন আইইডি বিস্ফোরণে আহত হন জ়াফর এক্সপ্রেসের যাত্রীরা...

 

চলতি বছর আরও একবার এই জ়াফর এক্সপ্রেস অপহরণ করে বালোচ গ্রুপ। গত ১১ মার্চ জ়াফর এক্সপ্রেস অপহরণের ঘটনা ঘটে। কোয়াট্টা থেকে পেশোয়ারে যাওয়ার সময় বোলানে জ়াফর এক্সপ্রেসের উপর হামলা চলে এবং সেখান থেকে বেশ কিছু যাত্রীকে অপহরণ করে নিয়ে যায় বালোচ বিদ্রোহীরা।

আরও পড়ুন: UNSC Open Debate on Women Peace and Security: 'নিয়মতান্ত্রিক গণহত্যা চালায় পাকিস্তান' রাষ্ট্রসঙ্ঘে পাকিস্তানকে কড়া জবাব দিল ভারত

মার্চ মাসের ওই ঘটনায় ২১ জন যাত্রী এবং ৩ পুলিশ অফিসারের মৃত্যু হয় বলে জানা যায়। তবে পাক পুলিশের পালটা দাবি, জ়াফর এক্সপ্রেস অপহরণের ঘটনায় তারা ৩৩ জন বিদ্রোহীকে দমন করেছে। অর্থাৎ পুলিশের গুলিতে ৩৩ জন বিদ্রোহী নিহত হয়েছে বলে পালটা দাবি পাকিস্তান প্রশাসনের।

গত ২৪ সেপ্টেম্বর বালোচিস্তানে পাক বায়ুসেনার হেলিকপ্টার হামলা চালায়। যে হামলার জেরে মহিলা, শিশু মিলিয়ে বহু মানুষের মৃত্যু হয়। ওই ঘটনার পর ফের শেহবাজ় শরিফ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করেন বালোচরা।