দিল্লি,৩১ জানুয়ারি: সোমবার ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে পাকিস্তানে (Pakistan)। পেশোয়ারে একটি মসজিদ সংলগ্ন এলাকায় সোমবার আত্মঘাতী বিস্ফোরণ (Blast) হয়। যার জেরে এখনও পর্যন্ত ৯০ জনের মৃত্যু হয়েছে বলে খবর। পেশোয়ারে ভয়াবহ বিস্ফোরণের পর তার তীব্র নিন্দা করল ভারত। সেই সঙ্গে পেশোয়ারে বিস্ফোরণের জেরে নিহত এবং আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয় দিল্লির তরফে।
আরও পড়ুন: Pakistan Blast: বাড়ছে মৃতের সংখ্যা, পাকিস্তানের পেশোয়ারে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু ৩২ জনের, আহত ১৪৭
India extends its deep condolences to the families of the victims of the terror attack in Peshawar yesterday. We strongly condemn this attack, which has taken the lives of so many people.
— Arindam Bagchi (@MEAIndia) January 31, 2023
বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি প্রকাশ করে পেশোয়ার বিস্ফোরণে নিহত এবং আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। প্রসঙ্গত, সোমবার আফগানিস্তান সীমান্ত ঘেঁষা পেশোয়ারের মসজিদ সংলগ্ন এলাকায় আত্মঘাতী বিস্ফোরণের জেরে ৯০ জনের মৃত্যুর পাশাপাশি ১০০ জন আহত হন বলে খবর। যদিও মৃত এবং আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে খবর।
পেশোয়ারে বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে যান পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। পেশোয়ারে যেভাবে বিস্ফোরণ হয়, তা দেশের নিরাপত্তার স্বার্থে বড়সড় আঘাত বলে মন্তব্য করেন পাক প্রধানমন্ত্রী।