Imran Khan: ইমরান খানের স্ত্রী বুশরা বিবিকে জেলে ঢোকাতে চাইছে পাক সরকার, বিস্ফোরক দাবি প্রাক্তন প্রধানমন্ত্রীর
Imran Khan, Bushra Bibi (Photo Credit: Twitter)

দিল্লি, ১৫মে: জামিন পেয়ে এবার বিস্ফোরক দাবি করলেন ইমরান খান (Imran Khan)। পাকিস্তানের (Pakistan) প্রাক্তন প্রধানমন্ত্রী লাহোরে (Lahore) নিজের বাসভবনে ফিরে একের পর এক ট্যুইট করে শেহবাজ শরিফ সরকারের বিরুদ্ধে। শেহবাজ শরিফের বিরুদ্ধে একগুচ্ছে ট্য়ুইটে ইমরান খান বলেন, রাষ্ট্রদ্রোহী মামলায় তাঁকে অভিযুক্ত করার চেষ্টা চলছে। পাকিস্তানের সেনা বাহিনী চাইছে, আগামী ১০ বছরের জন্য তাঁকে জেলে ঢোকাতে। ইমরান খানের পাশাপাশি তাঁর বর্তমানে স্ত্রী বুশরা বিবিকেও কীভাবে জেলে ভরা যায়, সেই পরিকল্পনা করছে পাক সরকার এবং সেনা বাহিনী। বুশরা বিবিকে জেলে ঢুকিয়ে তাঁর উপর অত্যাচার করার পরিকল্পনা করছে পাক সরকার। এমন দাবি করেন ইমরান খান।

আরও পড়ুন: Imran Khan Video: জামিন নিয়ে বেরোতেই ফের গ্রেফতারির চেষ্টা ইমরান খানকে, দেখুন ভিডিয়ো

ইমরান খানের লাহোরের বাড়িতে পিটিআই নেতৃত্বের ম্যারাথন বৈঠকের পর এমনই একগুচ্ছ ট্যুইটের মাধ্যমে ফুঁস ওঠেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী।

প্রসঙ্গত আল কাদির ট্রাস্ট-সহ পরপর ১০০ মামলায় জামিন পান ইমরান খান। ইসলামাবাদ হাইকোর্টের তরফে ইমরান খানকে জামিন দেওয়া হয়। তারপরও তাঁকে গ্রেফতারের চেষ্টা করা হয়েছে বলে পাক সরকারের বিরুদ্ধে ফুঁসে ওঠেন ইমরান।