Pakistan Flash Flood Overwhelmed Hospital (Photo Credits: X)

পেশোয়ার, ৩০ জুনঃ গত কয়েকদিন ধরে বৃষ্টিপাতের জেরে বিপর্যস্ত পাকিস্তান (Pakistan)। একটানা মুষলধারে বৃষ্টিতে বন্যা দেখা দিয়েছে দেশটিতে। ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যায় এখনও অবধি ৪৫ জন নিহত হয়েছে। রবিবার পাক দুর্যোগ মোকাবিলা বাহিনীর তরফে সেই তথ্য প্রকাশ করা হয়েছে। পাকিস্তানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আফগান সীমান্তের পাশের এলাকা খাইবার পাখতুনখোয়া (Khyber Pakhtunkhwa)। সেখানে প্রাণ হারিয়েছেন ২১ জন। যার মধ্যে ১০ জনই শিশু।

আরও পড়ুনঃ প্রবল বৃষ্টির জেরে সোয়াত নদীতে আকস্মিক বন্যা, পিকনিক করতে এসে ভেসে গেলেন পর্যটকেরা, জলে ডুবে মৃত ৮

ভারি বৃষ্টির কারণে সৃষ্ট হঠাৎ বন্যা, হড়কা বান ও ঘরবাড়ি ধসে দেশটির বিভিন্ন প্রান্ত থেকে মৃত্যুর খবর আসছে। বৃষ্টির মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়েও কয়েকজনের মৃত্যু হয়েছে। প্রতি বছর জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত পাকিস্তানে বর্ষাকাল চলে। তবে এই বছর প্রাক বর্ষার বৃষ্টিতেই হাবুডুবু খাচ্ছে সে দেশ। ঘরবাড়ি, দোকান, হাসপাতালে জল ঘুরে নাকানিচোবানি অবস্থা। পাকিস্তানের অ্যাবোটাবাদের আইয়ুব টিচিং হাসপাতাল ভাসিয়ে দিয়েছে বন্যার জল। হাসপাতাল খালি করা হচ্ছে। বের করে আনা হচ্ছে রোগীদের। প্লাবিত হাসপাতালের দৃশ্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওর সত্যতা যাচই করেনি লেটেস্টলি বাংলা।

টানা মুষলধারে বৃষ্টিতে পাকিস্তানে বন্যা

ভাইরাল ভিডিওয় দেখা যাচ্ছে, হাসপাতালের বেডে শুয়ে রয়েছেন রোগীরা। ওই ভাবেই তাঁদের টেনে টেনে বের করে নিয়ে আসা হচ্ছে। চারিদিকে থৈথৈ করছে জল। পোঁটলাপুঁটলি নিয়ে হাসপাতাল খালি করে বেরিয়ে আসতে সাহায্য করছেন রোগীর পরিবারের লোকজন।

হাবুডুবু খাচ্ছে হাসপাতাল, বের করা হচ্ছে রোগীদের

পাকিস্তানের সবচেয়ে জনবহুল প্রদেশ পাঞ্জাবে। যা ভারতের সীমান্ত ঘেঁষে অবস্থিত। গত বুধবার থেকে রবিবার পর্যন্ত সেখানে ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। পাকিস্তান আবহাওয়া দফতরের তরফে আগামী শনিবার পর্যন্ত ভারী বৃষ্টি এবং আকস্মিক বন্যার পূর্বাভাস দিয়েছে।