Pakistan Flash Flood in Swat River (Photo Credits: X)

পেশোয়ার, ২৭ জুনঃ উত্তর-পশ্চিম পাকিস্তানে প্রাক-বর্ষার জেরে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। যার জেরে খাইবার পাখতুনখোয়া প্রদেশে (Khyber Pakhtunkhwa) সোয়াত নদীর (Swat River) জলস্তর বেড়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কয়েক ডজন পর্যটক প্রবল জলের স্রোতে ভেসে গিয়েছে। শুক্রবার আবহাওয়ার এমন আকস্মিক পরিবর্তনের জেরে অন্তত আটজন জলে ডুবে মারা গিয়েছেন।

জানা যাচ্ছে, এদিন সোয়াত নদীর (Swat River) ধারে পিকনিক করার জন্যে জড়ো হয়েছিলেন বহু পরিবার। কিন্তু আচমকাই পরিস্থিতির বদলে যায়। সোয়াত নদীর জলস্তর হু হু করে বাড়তে শুরু করে। পর্যটকরা পালানোর চেষ্টা করেও ব্যর্থ হন, তাঁদের ভাসিয়ে নিয়ে যায় জলস্রোত। জরুরি ভিত্তিতে শুরু হয় উদ্ধার অভিযান। বিভিন্ন দলে ভাগ করে প্রায় ১০০ জন উদ্ধারকারী কাজে লাগানো হয় ভেসে যাওয়া পর্যটকদের উদ্ধার করার জন্যে। ৫৮ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এখনও নিখোঁজ অনেকে। নিখোঁজ পর্যটকদের সন্ধান জারি রয়েছে।

প্রবল বৃষ্টির জেরে সোয়াত নদীতে বন্যা

পাকিস্তানের প্রাদেশিক জরুরি পরিষেবার মুখপাত্র শাহ ফাহাদ জানান, ১৬ জনের একটি পরিবার পিকনিক করতে এসে ভেসে গিয়েছে। মাত্র ৩ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকিরা এখনও নিখোঁজ। এখনও অবধি মোট আটটি মৃতদেহ উদ্ধার করেছে উদ্ধারকারী দল। খাইবার পাখতুনখোয়া প্রদেশে আকস্মিক বন্যা পরিস্থিতির একটি ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। (ভিডিও সত্যতা যাচাই করেনি লেটেস্টলি বাংলা)। সেখানে দেখা যাচ্ছে, সোয়াত নদীর মাঝখানে একটি উঁচু স্থানে আটকা পড়েছেন কয়েকজন। তাঁদের মধ্যে বাচ্চারাও রয়েছে। তীব্র গতিতে বইছে জল। বাড়ছে বন্যার জলস্তর। নদীর মাঝে আটকে পড়ে সাহায্যের জন্য চিৎকার করছেন তাঁরা।

সোয়াত নদীর মাঝে আটকে পড়েছেন পর্যটকেরা

প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সোয়াত নদীতে বন্যায় ভেসে যাওয়া পর্যটকদের মৃত্যুর খবরে গভীর শোক প্রকাশ করেছেন। নদী ও স্রোতের কাছে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।