যত দিন যাচ্ছে, তত জটিল হচ্ছে পাকিস্তানের (Pakistan) অর্থনৈতিক সঙ্কট। পাকিস্তানের অর্থনৈতিক সঙ্কটের জেরে আটা, ময়দার আকালের পাশাপাশি জীবনদায়ী ওষুধও মিলছে না দেশের বিভিন্ন শহরে। এসবের মধ্যে এবার সরকার থেকে আটা, ময়দা সরবারহ করার ব্যবস্থা করা হয়, সেখানে হুড়োহুড়ির জেরে এক পদপিষ্ট হয়ে এক মহিলা এবং এক ব্যক্তির মৃত্যু হয় বলে খবর। ওই ঘটনায় ২ জনের মৃত্যুর পাশাপাশি একাদিক জনের আহত হওয়ার খবর মিলছে। পাকিস্তানের একাধিক শহর থেকে পদপিষ্ট হওয়ার খবর আসতে শুরু করলে, মানুষ বিক্ষোভ শুরু করেন। দেশের বিভিন্ন প্রান্তের শহর, গ্রামে বিক্ষোভ শুরু হয় শেহবাজ শরিফ সরকারের বিরুদ্ধে।
আরও পড়ুন: Pakistan Economic Crisis: অর্থনৈতিক সঙ্কট বাড়ছে, জীবনদায়ী ওষুধের আকাল পাকিস্তানে
A woman and a man died and several others were injured in stampedes at flour distribution points in different cities of #Pakistan.
People staged protests against the government for badly handling flour distribution, The News reported. pic.twitter.com/hRyGcV85iV
— IANS (@ians_india) March 29, 2023