Representational Image (Photo Credit: Pixabay)

ইসলামাবাদ, ৯ মার্চ: ফের সংখ্যালঘু হত্যা পাকিস্তানে (Pakistan)। এবার নিজের গাড়ি চালকের হাতে খুন হলেন পাকিস্তানের এক হিন্দু (Hindu) চিকিৎসক। রিপোর্টে প্রকাশ, ধরম দেব রাঠি নামে ওই হিন্দু চিকিৎসককে তাঁর বাড়িতে গলা চিরে খুন করে গাড়ির চালক। ছুরি দিয়ে ধরম দেব রাঠির গলা চিরে খুন করে তাঁর গাড়ির চালক। পাকিস্তানের হায়দরাবাদের ওই ঘটনায় কার্যত চাঞ্চল্য ছড়িয়েছে।

বুধবার পুলিশ মৃত ধরম দেব রাঠির গাড়ি চালককে গ্রেফতার করে। হানিফ লেঘারে নামে ওই ব্যক্তিকে পাকিস্তানের খায়েরপুর থেকে গ্রেফতার করা হয়। পাকিস্তানের সংবাদপত্র দ্য নেশনের খবর অনুযায়ী, হায়দরাবাদের জনপ্রিয় চিকিৎসক ছিলেন ধরম দেব রাঠি।  কেন তাঁকে খুন করা হল, সে বিষয়ে তদন্ত করা হবে।  পুলিশ অভিযুক্তকে উপযুক্ত শাস্তি দেবে বলে আশ্বস্ত করা হয়েছে পাক প্রশাসনের তরফে।

আরও পড়ুন: Pakistan: মেয়ের বিয়ে মানতে না পেরে আদালত চত্বরে খুন বাবার, পাকিস্তানের ঘটনায় শিউরে উঠবেন

দিনের পর দিন ধরে যেভাবে পাকিস্তানে সংখ্যালঘুদের হত্যা বাড়ছে, তাতে চিন্তায় প্রশাসন বলে জানানো হয়।