পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার বাজায়ুরে বোমা বিস্ফোরনের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪২।ঘটনায় এখনও পর্যন্ত আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১১১। জামায়েত উলেমা ই ইসলাম ফাজিলের একটি আলোচনা সভার মধ্যে এই বিস্ফোরনের ঘটনা ঘটে।
ঘটনার পর পরই সেখানে উপস্থিত হয় উদ্ধারকারী দল এবং পুলিশ।আহতদের হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করা হয়।ঘটনাটি ঘটে রবিবার বিকেল ৪ টে সময় যখন আলোচনা সভাটি চলছিল।
পুলিশের তরফ থেকে জানা গেছে যে এই বিস্ফোরণটি একটি সুইসাইড বিস্ফোরণ ছিল। ১০ কেজি বিস্ফোরক এই বিস্ফোরণে ব্যবহার করা হয়েছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে।
ঘটনাস্থল নেমেছে ফরেন্সিক দল। সেখান থেকে তারা বিস্ফোরণের নমুনা সংগ্রহ করছেন।ঘটনার পেছনে কারা রয়েছেন তার তদন্তে নির্দেশ দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের তরফে। জেইউআই এর প্রধানের তরফে এই ঘটনার নিন্দা করে তদন্তের দাবি জানানো হয়েছে।
পাঞ্জাবের কেয়ার টেকার মুখ্যমন্ত্রী মহসিন নাকভি ঘটনার নিন্দা জানিয়েছেন।
Pakistan: Death toll jumps to 42 in Bajaur suicide blast at JUI-F convention
Read @ANI Story | https://t.co/8Sq3wjSzEZ#Pakistan #BajaurBlast #KhyberPakhtunkhwa pic.twitter.com/SuHbj2Llie
— ANI Digital (@ani_digital) July 30, 2023