ইসলামাবাদ, ৬ মার্চ: ফের বিস্ফোরণ পাকিস্তানে (Pakistan)। এবার দক্ষিণ-পশ্চিম পাকিস্তানে আত্মঘাতী বিস্ফোরণের (Suicide Blast) জেরে পরপর ৯ পুলিশ কর্মীর মৃত্যু হয়। আহত হন আরও ১৫ জন। রিপোর্টে প্রকাশ, কোয়েট্টা থেকে ১৬০ কিলোমিটার পূর্বে সিব্বিতে সোমবার আত্মঘাতী বিস্ফোরণ হয়। আবদুল হায় আমির নামে এক পুলিশ কর্মী জানান, সোমবার এক আত্মঘাতী জঙ্গির মোটরবাইকের সঙ্গে একটি ট্রাকের ধাক্কা লাগে। ফলে জোরাল বিস্ফোরণ হয়। তার জেরেই পরপর ৯ পুলিশ কর্মীর মৃত্যু হয় ঘটনাস্থলেই। পাশাপাশি যাঁরা আহত হন, তাঁদের প্রত্যেককে ভর্তি করা হয়েছে হাসপাতালে। সেই সঙ্গে বম্ব স্কোয়াডও ঘটনাস্থলে পৌঁছেছে। ওই এলাকায় আর কোনও আত্মঘাতী জঙ্গি লুকিয়ে রয়েছে কি না, সে বিষয়ে শুরু হয়েছে জোর তল্লাশি।
দক্ষিণ-পশ্চিম পাকিস্তানে অর্থাৎ বালোচিস্তানে (Balochistan) বহুদিন ধরে সেখানকার বিক্ষোভকারীরা পাক সরকার, প্রশাসনের বিরুদ্ধে লড়াই করছে। ফলে বালোচ বিক্ষোভকারীরাই এই বিস্ফোরণের জন্য দায়ি কি না , সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।
One more bomb blast in #Pakistan
As per reports, over 10 police personnel k!lled in a Blast near Bolan, #Balochistan.
many injured shifted to hospital.
Atrocities on #Baloch people are proving to be a curse for occupying forces.#Quetta #Gwadar #ImranKhan #NawazSharif #Encounter pic.twitter.com/YA1D3W97bp
— Brinda (@Brinda_IND) March 6, 2023