দিল্লি, ১৬ ডিসেম্বর: এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) বিরুদ্ধে তীব্র আপত্তিজনক মন্তব্য করলেন পাকিস্তানের মন্ত্রী বিলাবল ভুট্টো (Bilawal Bhutto Zardari )। মোদীকে কটাক্ষ করে পাকিস্তানের মন্ত্রী বলেন, ''ভারতকে (India) বলতে চাই, ওসামা বিন লাদেনের মৃত্যু হয়েছে কিন্তু গুজরাটের কসাই এখনও জীবিত। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।'' ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে ওই মন্তব্য প্রকাশ্যে আসতেই তা নিয়ে জল্পনা শুরু হয়। পাকিস্তানের বিদেশমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পর্কে তীব্র আপত্তিজনক মন্তব্য করায় পালটা মুখ খোলা হয় দিল্লির (Delhi) তরফে।
২৬/১১-র হামলায় পাকিস্তানের (Pakistan) ভূমিকা কী ছিল, তা গোটা বিশ্বের সামনে প্রকাশ করে দিয়েছে ভারত। তাতেই নিজেদের ঠিক রাখতে পারেনি পাকিস্তান। গোটা বিশ্বের সামনে ২৬/১১-র হামলায় পাকিস্তানের ভূমিকা প্রকাশ পেতেই ইসলামাবাদের মাথা খারাপ হয়ে গিয়েছে। শুক্রবার সূত্রের তরফে প্রকাশ পায় দিল্লির অন্দরের খবর।
Pakistan's foreign minister's unexpected reaction to the Indian External Affairs minister's remarks
“I want to tell India that Osama bin Laden has been killed while the butcher of Gujarat is still alive & he is the PM of India"Says Foreign Minister of Pakistan @BBhuttoZardari pic.twitter.com/HBmhCNN9yO
— Ghulam Abbas Shah (@ghulamabbasshah) December 15, 2022
এসবের পাশাপাশি ভারতের তরফে আরও জানান হয়, ২০০৮ সালে যে ভয়াবহ হামলা ভারতে হয়, তার সঙ্গে জড়িত জঙ্গি জাকিউর রহমান লকভি, হাফিজ সাইদদের বিরুদ্ধে ইসলামাবাদ কোনও পদক্ষেপ করেনি। জাকিউর রহমান লকভি, হাফিজ সইদের মত জঙ্গিরা পাকিস্তানে খোলা ঘুরে বেড়াচ্ছে। পাকিস্তানের এ হেন ভূমিকা রাষ্ট্রসংঘের সামনে প্রকাশ করাতেই মাথা খারাপ হয়ে গিয়েছে ইসলামাবাদের। তার জেরেই ভারতের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এ হেন আপত্তিজনক মন্তব্য করা হচ্ছে সে দেশের বিদেশমন্ত্রীর তরফে।