
দিল্লি, ১৫ মে: এবার বড় খবর প্রকাশ্যে এল বাংলাদেশ (Bangladesh) থেকে। যেখানে পাকিস্তানি (Pakistan) হাই কমিশনার আবদুল মারুফকে 'হানিট্র্যাপে' () ফাঁসানো হয়েছে বলে খবর। বাংলাদেশের সংবাদ সংস্থার তরফে এই খবর প্রকাশ করা হয়েছে। যেখানে জানানো হয়, পাক হাই কমিশনার আবদুল মারুফ হঠাৎ করেই বাংলাদেশে থাকাকালীন অবস্থায় হানিট্র্যাপে পড়েন। তাঁর ভিডিয়ো অনলাইনে ফাঁস হয়ে যায়। এরপরই আবদুল মারুফকে তড়িঘড়ি বাংলাদেশ ছাড়তে হয়।
গত ১১ মে বাংলাদেশ থেকে দুবাই হয়ে পাকিস্তানে ফিরে যান পাকিস্তানি হাই কমিশনার আবদুল মারুফ। যদিও আবদুল মারুফ ছুটিতে রয়েছেন বলে দাবি করা হয়। পাশাপাশি পাকিস্তানের তরফে এ বিষয়ে মুখে কুলুপ আঁটা হয়েছে। আবদুল মারুফের কী হয়েছে, সে বিষয়ে ছুটির বৃত্তান্ত ছাড়া অন্যকিছু জানানো হয়নি। এই মুহূর্তে বাংলাদেশে পাকিস্তানি দূতাবাস চালাচ্ছেন সহকারি হাই কমিশনার।
বর্তমানে আবদুল মারুফ পাকিস্তানে রয়েছেন। ১১ মে তিনি বাংলাদেশ ছেড়ে পাকিস্তানে পাড়ি দেন। আগামী ২ সপ্তাহ তিনি পাকিস্তানে থাকতে পারেন বলে খবর।
রিপোর্টে প্রকাশ, এক বাংলাদেশি মহিলার সঙ্গে সম্প্রতি অন্তরঙ্গভাবে দেখা যায় আবদুল মারুফকে। যে ভিডিয়ো অনলাইনে প্রকাশ পেতেই লজ্জায় মুখ ঢাকতে হয় মারুফকে। সঙ্গে সঙ্গে তাঁকে বাংলাদেশ থেকে দেশে ডেকে পাঠায় পাকিস্তান।
বাংলাদেশে আবদুল মারুফের সেই ঘনিষ্ঠ ভিডিয়ো প্রকাশ পেতেই তা হু হু করে ভাইরাল হয়ে যায়।