দিল্লি, ৩০ অক্টোবর: জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজাহার চালু করল জঙ্গি কোর্স। মহিলাদের জন্য এই সন্ত্রাসবাদী কোর্স চালু করা হচ্ছে। পাকিস্তানের প্রত্যেক জেলায় জইশ-ই-মহম্মদের তরফে এই সন্ত্রাসবাদী কোর্স চালু করা হচ্ছে। যেখানে ১৫ দিন প্রশিক্ষণ দেবে জইশ। মহিলাদের জন্যই এই নতুন কোর্স শুরু করছে জইশ। এমনই ঘোষণা কুখ্যাত জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের প্রধান মাসুদ আজাহারের।
জইশ (Jaish-e-Mohammed) প্রধান জানিয়েছে, পাকিস্তানের স্থানীয় মহিলাদের এই সন্ত্রাসবাদী সংগঠনে যুক্ত করা হবে। ওই সংগঠনে থাকাকালীন মহিলাদের যে কোর্স করানো হবে, সেখানে লাগু করা হচ্ছে একাধিক নিয়ম কানুন।
জন্নতের লোভ দেখিয়ে মহিলাদের মাথা খাচ্ছে জইশ...
জইশের শিবিরে থাকাকালীন কোনও মহিলা অচেনা পুরুষের সঙ্গে কথা বলতে পারবে না। ফোন, হোয়াটস অ্যাপ বা মেসেঞ্জারে কোনও অচেনা পুরুষের সঙ্গে কথা বলতে পারবে না সন্ত্রাসবাদী কোর্স করতে আসা মহিলারা।
শুধু তাই নয়, জইশের এই মহিলা সন্ত্রাসবাদী সংগঠনে যারা যুক্ত হবে, মৃত্যুর পর কবর থেকে তারা তারা সোজা জন্নতে চলে যেতে পারবে। কুখ্যাত জঙ্গি সংগঠনের তরফে এমনই প্রচার করা হচ্ছে। যা প্রকাশ্যে আসারপর তা নিয়ে ফের শোরগোল শুরু হয়েছে।
পাকিস্তানের প্রত্যেক জেলায় জইশের যে শাখা খোলা হবে, সেখানেই স্থানীয় মহিলাদের নিয়োগ করা হবে জঙ্গি তৈরি হতে। এমনই জানানো হয়েছে পাক মদতপুষ্ট ওই সন্ত্রাসবাদী সংগঠনের তরফে।
প্রসঙ্গত অপারেশন সিঁদূরের আঘাতে বাহওয়ালপুরে জইশের ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়। ভারতের অপারেশনের আঘাতে মাসুদ আজাহারের ছোট বোনের স্বামী নিহত হয়। এবার সেই ইউসুফের বিধাবা স্ত্রী অর্থাৎ মাসুদের ছোট বোনকেই জইশের মহিলা শাখার প্রধান করা হয়েছে বলে খবর।