Pakistan-Afghanistan Clash (Photo Credit: X/Screengrab)

Pakistan-Afghanistan Clash: পাকিস্তানের (Pakistan) সঙ্গে আফগানিস্তানের (Afghanistan) লড়াই শুরু হয়েছে। পাক-আফগান সীমান্তে চলছে জোরদার লড়াই। সাীমান্তে পাকিস্তানের যত পোস্ট রয়েছে, সেখানে আফগান তালিবানের তরফে হামলা চালানো হচ্ছে। আফগানিস্তানের তালিবানরা পরপর হামলা চালাচ্ছে পাক-আফগান আউট পোস্টে। যার জেরে ১২ জনের বেশি পাকিস্তানি সেনা নিহত হয়েছে বলে খবর মিলছে।

পাক-আফগান সীমান্তে তালিবানের (Afghan Taliban) সঙ্গে লড়াইতে যোগ দিচ্ছে বালোচ লিবারেশন আর্মি। ফলে আফগান তালিবানরা এক নাগাড়ে পাক চেক পোস্ট দখল করছে।

শুধু তাই নয়,

আরও পড়ুন: Pakistan-Afghanistan Clash: পাকিস্তানি সেনাকে মেরে পাটপাট করে দিচ্ছে আফগানিস্তান, বহু পাক চেক পোস্ট দখল তালিবানের দেখুন

দেখুন আফগান তালিবান কীভাবে বোমা ফেলছে পাক চেক পোস্টে...

 

গত সপ্তাহ থেকে পাকিস্তান এবং আফগানিস্তানের মাঝে সংঘর্ষ শুরু হয়। গত শুক্রবার আফগানিস্তানের রাজধানী কাবুলে বোমা ফেলে পাকিস্তান। কাবুলে আকাশ পথে পাকিস্তানের হামলার পরপরই যুদ্ধে ক্ষেত্রে নেমে পড়েছে তালিবান।

পাকিস্তান যদি কোনওভাবে আফগানিস্তানে দ্বিতীয়বার হামলার চেষ্টা চালায়, তার ফল ভাল হবে না বলে হুমকি দিয়েছে তালিবান। সেই সঙ্গে আফগানিস্তানে হামলার স্পর্ধা দেখালে পাকিস্তানের করাচি, ইসলামাবাদ দখল করা হবে বলেও দেওয়া হয়েছে হুমকি।