Pakistan-Afghanistan Clash: পাকিস্তান-আফগানিস্তান (Pak-Afghan Clash) সীমান্তে সংঘর্ষ যত বাড়ছে, তত প্রবল হচ্ছে দুই প্রতিবেশী দেশের মাঝের তিক্ততা। বুধবার আফগানিস্তানের (Afghanistan) রাজধানী কাবুল (Kabul) এবং কান্দাহারে হামলা চালায় পাক সেনা। প্রবল বিস্ফোরণের পর দাউ দাউ করে জ্বলতে শুরু করে কান্দাহার থেকে কাবুল। যে ভিডিয়ো সামনে আসার পর তা নিয়ে প্রবল আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কান্দাহার এবং কাবুলে পাক সেনার নতুন করে হামলার পর সংঘর্ষ বিরতির প্রক্রিয়া শুরু হয়। আগামী ৪৮ ঘণ্টায় পাকিস্তান এবং আফগানিস্তান, কেউ সংঘর্ষে জড়াবে না বলে দুই দেশের ভিতরে চুক্তি সম্পন্ন হয়। পাক-আফগান চুক্তি অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আর কেউ সংঘর্ষে জড়াবে না বলে আলোচনা সম্পন্ন বলে জানা যায়।
দেখুন কাবুল এবং কান্দাহারে পাকিস্তানের হামলার পর কী অবস্থা সেখানকার...
🇦🇫🇵🇰 Pakistan and Afghanistan War
Pakistan Air Force Strikes Kabul and Afghan Provinces in Border Escalation
Pakistan confirms having carried out strikes on targets in Kabul and Kandahar.#AfghanistanPakistanWar | #PakistanArmy pic.twitter.com/Ss2LKKIQJC
— Sumit (@SumitHansd) October 15, 2025
বুধবার সন্ধে সাড়ে ছটা থেকে (স্থানীয় সময় অনুযায়ী) দুই দেশের মধ্যে সংঘর্ষ বিরতি কার্যকর করা হয়েছে। পাশপাশি দুই দেশ একযোগে আলোচনা চালিয়ে, সমস্যা সমাধানের চেষ্টা করবে এই সময়ে। এমন খবরও প্রকাশ্যে আসতে শুরু করেছে।
অন্যদিকে পাকিস্তানের দাবি, সংঘর্ষ বিরতির প্রস্তাব তাদের তরফে দেওয়া হয়েছে। তবে আফগানিস্তান এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও মন্তব্য করেনি।
প্রসঙ্গত পাকিস্তান এবং আফগানিস্তান সীমান্তে গত কয়েকদিন ধরে যে সংঘর্ষ শুরু হয়েছে, তার জেরে ৫০ জনের বেশি নিহত। পাক চেকপোস্টে যেমন পাকিস্তান বোমা ফেলতে শুরু করেছে, তেমনি বহু জায়গা দখল করা হয়েছে। সীমান্তে পাকিস্তানের একাধিক চেকপোস্ট আফগান তালিবান দখল করেছে বলে জানা যায়।
তবে সংঘর্ষ যে পাকিস্তানি সেনা কর্মীরা নিহত হয়েছেন, তাঁদের দেহ ইসলামাবাদের হাতে ফেরানো হবে। সেই প্রক্রিয়া আফগানিস্তান শুরু করেছে বলে জানা যাচ্ছে।