নৌকা ডুবিতে মৃত পাকিস্তানে প্রায় ২৪ জন। দক্ষিণ ইতালির সমুদ্র উপকূলে একটি জাহাজের সঙ্গে পাথরের ধাক্কায় ডুবে মৃত প্রায় ৫৯, আহত ৮১। যাদের মধ্যে রয়েছে ২৪ জনের বেশি পাকিস্তানি নাগরিক।সোমবার এই খবর জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ (Shebaz sharif)। ডুবে যাওয়া ব্যক্তিদের মধ্যে প্রায় প্রায় ২৪ জন পাকিস্তানের ছিলেন বলে জানিয়েছেন পাকিস্তানে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। বাকিদের উদ্ধার হওয়া মানুষদের মধ্যে মধ্যে ২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে তুরস্ক থেকে একটি কাঠের নৌকাতে ইরান এবং আফগানিস্তানের কিছু মানুষ উঠেছিলেন। সেই নৌকাতে বেশ কিছু পাকিস্তানি নাগরিকও ছিলেন। ইতালি তাদের গন্তব্য ছিল বলে মনে করা হচ্ছে।
মানব পাচারের ক্ষেত্রে তুরস্ককে প্রধান করিডর হিসেবে ব্যবহারের কাজ বহুদিন থেকেই চলছে। যেখান থেকে প্রতি বছর বহু মানুষ ইউরোপে ঢোকার চেষ্টা করেন। পরিযায়ী মানুষদের কাছে ইতালি অন্যতম ভালো ল্যান্ডিং পয়েন্ট। যেখানে অন্যান্য দেশে থেকে সমুদ্রপথ মারফত প্রচুর মানুষ নিজেদের জীবন বিপন্ন করে পাড়ি দেন এইসব দেশগুলিতে।
ইউনাইটেড নেশনসের পক্ষ থেকে পরিযায়ী শ্রমিকদের নিয়ে যে প্রজেক্ট করা হয়েছে তাতে ২০১৪ পর্যন্ত প্রায় ১৭ হাজার পরিযায়ী মানুষের মৃত্যু নথিভুক্ত হয়েছে।যার মধ্যে শুধু এবছরেই মৃত্যু হয়েছে ২২০ জনের।
Over two dozen Pakistanis drowned in Italy migrant shipwreck - PM https://t.co/WZsIGKJRbi pic.twitter.com/EaizXaPavO
— Reuters World (@ReutersWorld) February 27, 2023