Sudan Fighting (Photo Credit: Twitter)

দিল্লি, ২১ এপ্রিল: দিন যত গড়াচ্ছে তত উত্তপ্ত হচ্ছে সুদান (Sudan)। সেনা এবং আধা সেনার সংঘর্ষে উত্তপ্ত গোটা সুদান। সুদানে সংঘর্ষের জেরে ইতিমধ্যেই ৪০০ জনের মৃত্যু হয়েছে বলে খবর। অন্যদিকে সুদানে সেনা এবং আধাসেনার সংঘর্ষের জেরে প্রায় সাড়ে তিন হাজার আহত। এবার এমনই তথ্য প্রকাশ করল WHO। উত্তপ্ত সুদানে কমপক্ষে ৯ শিশুর মৃত্যু হয়েছে। আহত ৫০। ইউনিসেফের তরফে প্রকাশ করা হয় এই তথ্য।

 

এদিকে সুদানে আটকে প্রায় ৪ হাজার ভারতীয় (Indian) । ফলে সুদান থেকে ভারতীয়দের উদ্ধার করে কীভাবে দেশে ফেরানো যায়, সে বিষয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন প্রধানমন্ত্রী মোদী। বিদেশমন্ত্রী জয়শঙ্কর-সহ একাধিক পদস্থ আধিকারিকদের সঙ্গে শুক্রবার সুদান নিয়ে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি জানান, সুদানের পরিস্থিতি বেশ জটিল। ফলে সেখানে আটক ভারতীয়দের সঙ্গে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। সুদান থেকে যাতে ভারতীয়দের নিরাপদে উদ্ধার করা যায়, সে বিষয়ে জোর দেওয়া হচ্ছে বলে আশ্বস্ত করেন অরিন্দম বাগচি।

সুদানের সংঘর্ষ যেভাবে ভয়াবহ রূপ নিচ্ছে,তা অবিলম্বে থামা উচিত বলে মন্তব্যে করেন রাষ্ট্রসংঘের অন্যতম প্রধান অ্যান্টনিও গুরেটস।